Breaking









সোমবার, ২ অক্টোবর, ২০২৩

অক্টোবর ০২, ২০২৩

মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী PDF : Mahatma Gandhi Biography in Bengali

মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী PDF : Mahatma Gandhi Biography in Bengali

মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী PDF : Mahatma Gandhi Biography in Bengali
মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী PDF


নমস্কার বন্ধুরা,

আজকে wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, জাতির জনক, বাপূজি 'মোহনদাস করমদাস গান্ধী' এর জীবনী পিডিএফ, যেখানে গান্ধীজীর জন্য, কর্মজীবন, শিক্ষা জীবন, স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্ব ইত্যাদি, যা আমরা আজকের প্রতিবেদনে অত্যন্ত সুন্দরভাবে আলোচিত করেছি। তাই এরকম ধরনের আরও পোস্ট পেতে অবশ্যই wbpdf.in এর সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে আরও উৎসাহিত করুন, যাতে এরকম আরো নিত্য নতুন গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস্ আপনাদের জন্য আমরা এনে দিতে পারি প্রতিনিয়ত।


মহাত্মা গান্ধীর সংক্ষিপ্ত জীবনী


মায়ের দেওয়া মোটা কাপড়

মাথায় তুলে নে রে ভাই,

দিন দুঃখিনী মা যে তোদের

তার বেশি আর সাধ্য নাই।।


বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্য গ্রহণের মাধ্যমে সমগ্র দেশবাসীর মধ্যে যিনি স্বাধীনতার আলো জ্বালিয়ে তুলেছিলেন, তিনি হলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী। সত্য ও অহিংসা ছিল যার পরম গুরু।



মহাত্মা গান্ধীর জন্ম ও মৃত্যু তারিখ : 

জন্মস্থান - পোরবন্দর, গুজরাট, ব্রিটিশ ইন্ডিয়া

জন্ম - 2 অক্টোবর, 1869

মৃত্যু - 30 জানুয়ারি, 1948

অন্য নাম - মহাত্মা গান্ধী, জাতির জনক, গান্ধীজী, বাপুজী ইত্যাদি


জন্ম:- বাপুজী অর্থাৎ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী 2রা অক্টোবর 1869 সালে, তৎকালীন ব্রিটিশ ভারতের অন্তর্গত কাথিয়াবাড় প্রদেশের পোরবন্দরের এক জৈনিক বেনিয়া হিন্দু তার জন্ম হয়। পিতা করমচাঁদ উত্তরচাঁদ গান্ধী এক প্রতিষ্ঠিত রাষ্ট্রনেতা ছিলেন, মাতা পুওলিবাই ছিলেন হিন্দু শাস্ত্রমতে একজন নিষ্ঠাবান মহিলা। গান্ধীজী অর্থাৎ বাপুজি মাত্র 13 বছর বয়সে উনারই সমবয়সী এক মহিলা কস্তুরবা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কিছু বছরে মধ্যে এই 4 সন্তানের পিতাও হয়ে যান।

শিক্ষাজীবন :- গান্ধী ছিলেন এক অতি ভদ্র জৈনিক হিন্দু পরিবারের সন্তান। তাই শৈশব থেকেই তিনি তার পিতার কাছ থেকে সত্য, অহিংসা এবং সাহসের পাশাপাশি মাতার কাছে পেয়েছেন কঠোর ব্রত পালনের শিক্ষা। কাথিয়াবার থেকে 18 বছর বয়সে তিনি বাল্যজীবন সম্পন্ন করে ম্যাট্রিক পাস করেন। তারপর গান্ধীজীর বড় ভাইয়ের ইচ্ছার কারণে ব্যারিস্টারি পড়তে ডিলেট যেতে চাইলে গান্ধীজিকে 1888 বিলাতের উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়। কয়েক বছর পর দীর্ঘ পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে 1891 খ্রিস্টাব্দে তিনি ব্যারিস্টারি ডিগ্রী নিয়ে দেশে ফিরে আছেন।।

কর্মজীবন:- ব্যারিস্টারি শিক্ষায় উচ্চশিক্ষিত হয়ে বিলাক থেকে দেশে ফিরে এসে তিনি দেশে আইনজীবী হিসেবে কাজ করতে শুরু করেন। এই কাজে কর্মরত থাকাকালীন কয়েক বছর পর Abdullah & Son's এর আইনজীবী হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকা সফরের বেরিয়ে পড়েন। যেটা এনে দিয়েছিল বাপুজী জীবনে একটি নাটকীয় পরিবর্তন। আফ্রিকায় গিয়ে কর্মরত থাকাকালীন তিনি ভারতীয় এবং কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণত বৈষম্যের শিকার হন, এইখানেই ভারতীয়দের অধিকার সচেতন করে গড়ে তুলতে 1894 খ্রিস্টাব্দে তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এবং সেই সঙ্গে সেখানকার ভারতীয়দের নিয়ে রাজনৈতিক সংঘবদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ নামক একটি আন্দোলন তিনি গড়ে তোলেন। তারপর 1915 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি ভারতবর্ষের মাটিতে তিনি প্রত্যাগমন করে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন।।



চম্পারণ ও খেদা সত্যাগ্রহ:- 1918 খ্রিস্টাব্দে চম্পারন বিক্ষোভ এবং খেদা সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকার প্রসৃত জমিদারদের কৃষক সমাজের প্রতি বর্বর রচিত অত্যাচার ও খাজনা আদায়ের বিরুদ্ধে সরদার বল্লভ ভাই প্যাটেলের সহযোগে একটি আন্দোলন শুরু করেন। ফলস্বরূপ সেখানে খাজনা আদায় বন্ধ এবং বন্দী কৃষকদের মুক্তি দেওয়া হয়।

অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল:- গান্ধীজী বিশ্বাসী ছিলেন সত্য এবং শান্তিতে। তাই গান্ধীজির মতে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হওয়া প্রয়োজন অসহযোগ এবং শান্তিপূর্ণ প্রতিরোধ করা। পাঞ্জাবি জালিয়ানওয়ালাবাগে 1919 খ্রিস্টাব্দে ভারতীয়দের ওপর যে বরবরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণপক্ষ ঘোষণা করেন। স্বরাজ প্রতিষ্ঠার দাবিতে তিনি 1921 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন, এছাড়াও এর জন্য খাদি সুতো কাটার মাধ্যমে বিদেশি পণ্য বর্জন এবং দেশি পণ্য গ্রহণের জন্য ব্রিটিশ ভারতীয়দের কাছে আহবান জানান। এই সময় অসহযোগ আন্দোলন বেশ অনেকটাই জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করেছিল। কিন্তু কিছুদিনের পর অপ্রত্যাশিতভাবে উত্তরপ্রদেশের চওড়াচড়িতে ঘটে যাওয়া এক সংঘর্ষে এই আন্দোলনের সমাপ্তি ঘটে।

গান্ধীজীর সত্যাগ্রহ আন্দোলন:- গান্ধীজী বিংশ শতাব্দীর 20 এর দশকে নিজেকে নীরব রাখার মাধ্যমে স্বরাজ পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে বাধা দূর করার চেষ্টা করেন। 1928 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ব্রিটিশ সরকারের প্রতি ভারতকে ডমিনিয়ানের মর্যাদা দেবার দাবি জানিয়ে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে তিনি সাদা চামড়ার শাসকদের ওপর হুমকি দেন। 1929 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর দেশীয় জাতীয় পতাকা উন্মোচন এবং 1930 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস এই দিনটিকে প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এ সময় প্রাত্যহিক অত্যাবশকীয় পণ্য লবণ এর ওপর কর আরোপের বিরুদ্ধে লবণ সত্যাগ্রহ নামক একটি কুচকাওয়াজ ঘোষণা করেন গান্ধিজি। আত্মনির্ভর হবে লবণ তৈরির উদ্দেশ্যে স্বয়ং নিজেই এলাহাবাদ থেকে ডান্ডি পর্যন্ত 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি যান। এই আন্দোলন সফল হলে ব্রিটিশ সরকার প্রায় 60,000 হাজার ভারতীয়কে গ্রেপ্তার করে। 1941 খ্রিস্টাব্দে গান্ধী ডারউইন এক এর মাধ্যমে অসহযোগ আন্দোলন বন্ধ করার বিনিময়ে তিনি বন্দী ভারতীয়দের মুক্তি আদায় করেন এবং স্বাধীনতার পথ আরো সু-প্রশস্ত করেন।



গান্ধীজীর শিক্ষা নীতি:- গান্ধীজীর লক্ষ্যই ছিল সত্যের পথে শিক্ষাকে অবৈতনিক সর্বসাধারণের জন্য প্রতিষ্ঠিত করা। তিনি তিনি একজন শিশু কেন্দ্রিক শিক্ষার পক্ষপাতী ব্যক্তি, ভারতবর্ষের বুনিয়াদি শিক্ষা প্রতিষ্ঠায় ছিল তার অমর এক কৃতি।

সম্মাননা:- ভারতের এক মহান স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক নেতা এবং আধ্যাত্মিক চেতনার অধিকারী শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধী খ্যাতি শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয় বরং তা সমগ্র বিশ্বজুড়ে তিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ছিলেন সমগ্র ভারতবাসীর জাতির জনক, তাই ভারত সরকারের তরফ থেকে 2রা অক্টোবর , গান্ধীজীর জন্ম দিনটিকে গান্ধী জয়ন্তী হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন। আবার কয়েক দশক পর 2007 সালের 15 জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও এখন বর্তমানে ভারতীয় সংসদ ভবনেও গান্ধীজীর প্রতিমূর্তি স্থাপন করা রয়েছে।

জীবনবসান:- স্বাধীনতার প্রতি কঠোর সংগ্রাম করা গান্ধীজি কিন্তু পাননি স্বাধীনতার এই চরম স্বাদ বেশিদিন। 1948 সালের 30 জানুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠান ভবনের প্রার্থনা সভায় নাথুরাম গডসের গুলিতে তিনি সেখানেই নিহত হন।


More Pdf Download Link
বিভিন্ন ব্যাক্তির আত্মজীবনী মূলক বই PDF Click Here

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ২৫, ২০২৩

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF । Indian Railway Zone

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF । Indian Railway Zone

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF । Indian Railway Zone
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা

WBPDF,

নমস্কার বন্ধুরা:-

আজ Wbpdf.in আপনাদের অন্ন নিয়ে এসেছে ভারতের বিভিন্ন রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তরের তালিকা, যেখানে উত্তর রেলওয়ে এর সদর দপ্তর থেকে শুরু করে পূর্ব উপকুল রেলওয়ে এর সদর দপ্তর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।

এই তালিকার মধ্যে ভারতের কলকাতা মেট্রোর সদর দপ্তর কোথায় অবস্থিত তথা মধ্য রেলওয়ে এর সদর দপ্তর বা পূর্ব উপকুল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত অতঃপর উত্তর-পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোন জায়গায় এছাড়া একটি দক্ষিণ-মধ্য রেলওয়ের উদাহরণ দাও সবশেষে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে এর সদর দপ্তরের তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি টেবিল আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিতকরুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in ।

ভারতের বিভিন্ন রেলওয়ে জোনের নাম ও তাদের সদর দপ্তর তালিকা PDF


রেলওয়ে সদর দপ্তর প্রতিষ্ঠা সাল
দক্ষিণ রেলওয়ে চেন্নাই 1951
উত্তর রেলওয়ে নিউ দিল্লি 1952
পূর্ব রেলওয়ে কলকাতা 1952
পশ্চিম রেলওয়ে চার্চ গেট, মুম্বই 1951
মধ্য রেলওয়ে মুম্বই 1951
উত্তর-পূর্ব রেলওয়ে গোরখপুর 1952
দক্ষিণ-পূর্ব রেলওয়ে গার্ডেনরিচ, কলকাতা 1955
উত্তর-পূর্ব রেলওয়ে মালিগাঁও, গোয়াহাটি 1958
দক্ষিণ-মধ্য রেলওয়ে সেকেন্দ্রাবাদ 1966
পূর্ব-মধ্য রেলওয়ে হাজিপুর 2002
উত্তর-পশ্চিম রেলওয়ে জয়পুর 2002
দক্ষিণ-উপকূল রেলওয়ে বিশাখাপত্তনম 2019
কলকাতা মেট্রো কলকাতা 2002
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে হুবলি 2003
উত্তর-মধ্য রেলওয়ে এলাহাবাদ 2003
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে বিলাসপুর 2003
পশ্চিম-মধ্য রেলওয়ে জব্বলপুর 2003
পূর্ব উপকূল রেলওয়ে ভুবনেশ্বর 2002

More Pdf Download Link
ভারতের আন্তর্জাতিক বিমান বন্দরের তালিকা PDF Click Here
পৃথিবীর বিখ্যাত সংস্থার মুখ্য কার্যালয় PDF Click Here

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ২২, ২০২৩

ভারতের হেরিটেজ সাইট তালিকা : World Heritage Sites in India PDF

ভারতের হেরিটেজ সাইট তালিকা : World Heritage Sites in India PDF

ভারতের হেরিটেজ সাইট তালিকা : World Heritage Sites in India PDF
ভারতের হেরিটেজ সাইট তালিকা

WBPDF
নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের হেরিটেজ সাইট তালিকা : World Heritage Sites in India PDF , যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের হেরিটেজ সাইট থেকে শুরু করে ভারতের ঐতিহ্যবাহী স্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।

এই তালিকার মধ্যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তথা সুন্দরবনকে World Heritage ঘোষণা করেছে কেন বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অতঃপর পশ্চিমবঙ্গ তথা ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এছাড়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত বিশ্বের প্রথম শহর কোনটি সবশেষে ২০০৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে কোন দ্বীপকে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি টেবিল আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ভারতের হেরিটেজ সাইট তালিকা

ঐতিহ্যবাহী স্থান রাজ্য সাল
তাজমহল উত্তর প্রদেশ 1983
অজন্তা গুহা মহারাষ্ট্র 1983
ইলোরা গুহা মহারাষ্ট্র 1983
আগ্রা দুর্গ উত্তর প্রদেশ 1983
মহাবলীপুরম মনুমেন্টস তামিলনাড়ু 1984
কোণার্ক সূর্য মন্দির ওড়িশা 1984
কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থান 1985
মানুষ অভয়ারণ্য অসম 1985
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অসম 1985
ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশ 1986
গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ গোয়া 1986
খাজুরাহো মনুমেন্টস মধ্যপ্রদেশ 1986
হাম্পি মনুমেন্টস কর্নাটক 1986
সুন্দরবন ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গ 1987
গ্রেট লিভিং চোলা মন্দির তামিলনাড়ু 1987
এলিফ্যান্ট গুহা মহারাষ্ট্র 1987
পাট্টাডাকাল মনুমেন্টস কর্ণাটক 1987
নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড 1988
সাঁচির বৌদ্ধ স্তূপ মধ্যপ্রদেশ 1989
কুতুব মিনার দিল্লি 1993
হুমায়ূনের সমাধিস্থল দিল্লি 1993
বুদ্ধগয়া মহাবধি মন্দির বিহার 2002
চম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক পার্ক গুজরাট 2004
লালকেল্লা দিল্লি 2007
পশ্চিমঘাট কেরালা 2012
রানী-কি-ভাব গুজরাট 2014
The Architectural Work of Ley Kadbusayar চন্ডিগড় 2014
কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিম 2016
Victorian Gothic and Art Deco Ensymbol মহারাষ্ট্র 2018
কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির তেলেঙ্গানা 2021
শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ 2023
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পশ্চিমবঙ্গ 1999
নীলগিরি মাউন্টেন রেলওয়ে তামিলনাড়ু 2005
কালকা শিমলা রেলওয়ে হিমাচল প্রদেশ 2008
ভীমবেটকা রকশেল্টার উত্তর দিনাজপুর 2003
ছত্রপতি শিবাজী টার্মিনাস মহারাষ্ট্র 2004
জন্তর মন্তর রাজস্থান 2010
Hill Forts of Rajasthan রাজস্থান 2013
Great Himalayan National Park হিমাচলপ্রদেশ 2014
নালন্দা বিশ্ববিদ্যালয় বিহার 2016
আহমেদাবাদের ঐতিহাসিক শহর সিকিম 2016
জয়পুর রাজস্থান 2019
ধোলাভিরা( হরপ্পান সিটি) গুজরাট 2021
হোয়সালা মন্দির কর্ণাটক  2023

More Pdf Download Link
ভারতের বিখ্যাত মন্দির PDF Click Here
বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা Click Here

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ১৯, ২০২৩

1000 Synonyms and Antonyms PDF

1000 Synonyms and Antonyms PDF

1000 Synonyms and Antonyms PDF
1000 Synonyms and Antonyms PDF


WBPDF

নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে Synonyms and Antonyms pdf with Bengali Meaning , যেখানে 1000 words with Synonyms and Antonyms এর গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।


এই তালিকার মধ্যে Synonyms Synonyms and Antonyms তথা Antonyms Synonyms and Antonyms অতঃপর Synonyms and Antonyms Examples এছাড়া Synonyms and Antonyms for Competitive Exams প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

1000 Synonyms and Antonyms 


Word বাংলা অর্থ Synonyms Antonyms
AWKWARD আনাড়ি Clumsy, Gauch Adept, Dexterous
AVERSION বিরুপতা Reluctance, Unwillingness Eagerness, Inclination
AVERSE বিরুপ Reluctant, Disinclined Eager, avid
AVER নিশ্চয়তা সহকারে বলা Assert Repudiate, Deny
AVARICE লোভ Lust for Money Generosity
AUTHENTIC খাঁটি Genuine,Real Fack,Innaccurate
AUSPICIOUS অনুকূল Favorable,Propitious Unfavorable
AUDACIOUS দুঃসাহসী Bold,Daring Timid,Cowardly
ASTUTE চতুর Keen,Sly Dull.Unintelligwnt
ASSUAGE শান্ত করা Pacify,Calm Exacerbate,Aggravate
ASSIST সহযোগিতা Help,aid Oppose,Obstruct
ASSENT একমত হওয়া Agree,Concur Dissent,Disaagree
ASCETIC কঠোর আত্ম-সংযমী Austere Hedonistic
ASCEND আরোহণ করা Mount,Climb Descent
ARTICULATE স্পষ্ট উচ্চারণ করা To Say Clearly,Enunciate Mumble
ARROGANCE অযথা গর্ব Haughtiness Humidity
ARCHAIC প্রাচীন Obsolete New,Nove
APPREHEND আশঙ্কা Misgiving,Anxiety Unconcern
APPLAUSE প্রশংসা Compliments,Praise Cristicism
APPEASE শান্ত করা Pacify,Placate Irritate,Annoy
ABDICATE পদ ত্যাগ করা Relinquice,Renounce Claim
ABHOR ঘৃণা করা Loathe,Detest Love,Adore
ABOLISH নিশ্চিহ্ন করা Eradicate,Obliterate establish,Validate
ABORTIVE ব্যার্থ Vain,Futile Fruitful
ABRIDGE সংক্ষেপে করা Shorten,Condense Expand,Enlarge
ABROGATE লোপ করা Abolish,Countermand Enact
ABSURD অযৌক্তিক Illogical,Unreasonable Responsible,Sensible
ACCUMULATE একত্রিত হওয়া Heap Up,Amass Disperse,Scatter
ACME চূড়া Apex,Pinnacle Nadir
ACUMEN তীক্ষ্ণ বুদ্ধি Sagacity,Cleverness Ignorance
ADAMANT গোয়ার Insistant flexible
ADEPT অতান্ত দক্ষ Master,Skillful Unskilled,Inept
ADMIRE উঁচু ধারন করা Respect,Praise Have a low opinion of
ADROIT দক্ষ Deft,Adept Climsy,Awkward
ADULTERATE ভেজাল মেশানো Contaminate,Pollute Purify,Clean
ADVERSARY বিপক্ষ Enemy,Foe Support,Advocate
ADVERSE প্রতিকূল Antagonistic,Unfavorable Benificial,Auspicious
ADVOCATE কারও পক্ষে বলা Support Oppose,Attack
AFFLUENT ধনবান Wealthy,Rich Impoverished
AGGRAVATE অবনতি হওয়া Intensify,Worsen Improve,Mitigate
AGITATE বিক্ষুব্ধ করা Incite,Excite Pacify
ALIENATE বিরোধ সৃষ্টি করা Estrange Reconcile
ALLEVIATATE তিব্রতা হ্রাস করা Allay,Mitigate Worsen,Aggravate
AMBIGUOUS দ্ব্যার্থবোধক Euivocal, Definite,Clear
AMBIVALENT একই বাক্তিকে বিপরীত অনুভুতির যুগপৎ অবস্থান Contradictory,Mixed Definite
AMELIORATE উন্নতি হওয়া Get Better,Improve Deteriorate,worsen
AMITY বন্ধুত্ব Harmony,Frienship Enmity,Hostility
ANARCHY নৈরাজ্য Absense of Government Orser,Dicipline
ANEMIC রক্তাল্পতাগ্রস্থ Hemoglobin,Deficiency florid
ANIMOCITY শত্রুতা Hostility,Antagonism Amity,Harmony
ANNOY জ্বালাতন Disturb,Irritate clam,Please
ANONYMOUS রচয়িতার নামহীন Unnamed,Nameless Named,Signed
ANTAGONIST প্রতিদ্বন্দ্বী Adversary,Opponent Ally
ANUNDANT প্রচুর Pleant,Ample Scarce,Insufficeint
ANXIOUS উদবগ্নি Worreid,Alarmed Assured
APATHY কৌতূহলশূন্যতা Indiferance Attention,Concern
APEX আগা Summit,Pinnacle ১৯৮৫ সাল
APOCRYPHAL কৃত্রিম Foke,Spurious Genuine
BALEFUL ভীতিকর Ominous,Malevolent Saultary,Benevolent
BANAl গতানুগতিক Hackneyed,Trite New,Novel
BARREN বন্ধা Unproductive productive
BELITTLE হেয় Scorn Magnify
BELLICOSe মারমুখো Martial Pacific
BELLIGERENT সমরপ্রিয় Bellicose Friendly
BENEFACTOR দাতা Donor Malefactor
BENIFICIAL উপকারী Useful Useless
BENEVOLENT দয়ালু Kind Selfish
BIGOTRY গোঁড়ামি Narrow-Mindedness Broad-Mindedness
BLAM নিন্দনীয় Responsible Spotless
BLAME দোষ করা Hold Responsible Admire
BOAST দম্ভ করা Show Off Be Ashamed
BOISTEROUS হৈচৈ পূর্ণ Clamorous Tranquil
BONA-FIDE প্রকৃত Genuine Bogus
BRIEF সংক্ষিপ্ত Short,Temporary Lengthy
BRITTLE ভঙ্গুর Fragile Strong
BRUTAL পাশবিক In-human Soft-Hearted
CACOPHONOUS বেসুরো Inharmanious Euphonious
CALAMITY চরম বিপর্যয় Disaster Blessing
CALLOUS নির্দয় Unsympathetic,Crue Compassionate
CANDID অকপট Frank Artful
CANDOR সরলতা Frankness,Sincerity Diplomacy,Dishonester
CAPABLE দক্ষ Adept,Expart Inept,Unskilled
CARELESS অসতর্ক Careful,Alert Careless,Inattentive
COUTIOUS সতর্ক Carefull,Alert Careless,Innatentive
CHARITABLE দানশীল Generous Miserly
CIRCUMSPECT বিচক্ষণ PrudentDiscreet Rash,Reckless
CLANDESTINE গুপ্ত Secret,Covert Open,Frank
CURTAIL সংক্ষিপ্ত করা Shorten Lengthen
CURSORY দ্রুত চোখ বোলানো Quick,Hasty Careful
CULPABLE নিন্দনীয় Balmeworthy Innocent
CRUELTY নৃশংসতা Ruthlessness Kindness
CRUEL নিষ্ঠুর Brutal Benevolent
CRISIS সন্ধিক্ষণ Ciamax,Critical Stage
CRESTFALLEN মনমরা Downcast,Dejected Elated,Glad
CRASS অমার্জিত Crude, Polished
CRAMPED গাদাগাদি Crowded Spacious
COUNTERFEIT জাল FAke Authentic
COPIOUS প্রচুর Profuse Skimpy
CONVICTION দৃঢ় বিশ্বাস Firm Belif Doubt
CONVICT দোষী বলে রায় দেওয়া Find Guilty Find Innocent
CONVERSAND পরিচিত Familier Ignorant
CONTRADICT অস্বীকার করা Refute Corroborate
CONTAMINATION দূষণ Pollution Purify
CONTAMINATE দূষিত করা Pollute Purify
CONSTRUCTIVE গঠন মূলক Benificial Useless
CONSIDERATE সুবিবেচক Thoughtful Thoughtless
CONCUR একমত হওয়া Agree Disagree
CONCERN দুশ্চিন্তা Anxiety Indifferance
CONCEAl গুপ্ত রাখা Hide,Cover Reveal,Disclose
COMPULSORY বাধ্যতামূলক Mandatory Optional
CLARIFY বোধগম্য করা Elucidate Obscure
CLUMSY আনাড়ি Awkward Defat
COAL একত্র হওয়া Unity Divide
COERCION জবরদস্তি Pressure By Choice
COMMENCE আরম্ভ করা Begin Finish
COMMEND প্রশংসা করা Extol Censure
COMPETENT দক্ষ Skilled Unfit
COMPLIANT কথা মেনে চলা Docile Recalcitrant
COMPLY মেনে চলা conform Resist
COMPOSURE স্থিরতা Poise Hot-Headedness
DASTARD কাপুরুষ Craven Gallant
DAUNT ভীত Intimidate Encourage
DEARTH দুষ্প্রাপ্যতা Scarcity Pethora
DEBACLE ধ্বংস Disaster Success
DECRY নিন্দা করা Consure Extol
DEFAMATORY নিন্দামূলক Slanderous Laudatory
DEJEECTED হতাশা Despondent Happy
DURABLE স্থায়ী Enduring Fragile
DUPLICITY কপটতা Deceit Condor
DULCET সুরেলা Melodious Harsh
DREADFUL ভয়ঙ্কর Tragic Delightdul
DORMANT সুপ্ত Sleeping Active
DOCILE বাধ্য Compliant Unruly
DIVULGE প্রকাশ Disclose Conceal
DISTINGUISHED সম্মানিত Famous,Celebrated Unknown
DISSENT মতভেদ করা Disagree Agree
DISPUTE তর্ক করা Challenge Agree
DISPERCE ছাড়িয়ে দেওয়া Scatter Amass
DISPARITY অসমতা Inequality Harmony
DISPARATE অসদৃশ Different Simialar
DISPARAGE অবজ্ঞা Criticize Praise
DETELERIOUS ক্ষতিকর Harmful Helpful
DELIBERATE সুচিন্তিত Intentional Rash
DENOUNCE দোষারোপ করা Condemn Commend
DENY আগ্রহ Refute Confirm
DEPRECATE বিরুদ্ধে বলা Comdemn Approve
DEPRESSED মনমরা Dejected Cheerful
DESPISE ঘৃণা করা Loathe Admire
DESULTORY এলোমেলো Discursive Organised
DETER বাঁধা দেওয়া Prevent Asist
DETRIMENTAL ক্ষতিকর Harmful Benificial
DIDACTIC শিক্ষামূলক Educational Uneducational
DILIGENT পরিশ্রমি Industrious Lazy
DIMIMISh হ্রাস করা Reduce Magnify
DIN হৈচৈ Clamour Silance
DISCONTETED অতৃপ্ত Unhappy Satisfed
DISCORD বেসুরো Cacophony Consonance
DISDAIN অবজ্ঞা করা Detest Admire
DISHEVELED অবিন্যস্ত Ruffled Unruffled
DISINTERESTED নিরপেক্ষ Impartial Biased
ECCENTRIC অদ্ভুত Peculiar Common
ECSTASY পরমানন্দ Excessive Joy Unhappy
EFFORTLESS সহজ Easy,Facile Hard,Difficult
ELATED অত্যন্ত উলসিত Jubiland Dejected
ELIGIBLE যোগ্য Fit to be Chosen,Suitable Ineligible
ELOQUENT বাক পটু Persuasive Inarticulate
ENCOMIUM প্রশংসা Eulogy Criticism
EXTRAVAGANT অপব্যায়ী Prodigal Frugal
EXTRANEOUS বিদেশি Foreign Indigenous
EXTOL প্রশংসা করা Eulogize Criticize
EXPOSE প্রকাশ করা Reveal,Disclose conceal,Hide
EXPLOIT কৃতিত্ব Feat, Failure
EXORBITANT অত্যাধিক Excessive Indigent
EXONERATE অভিযোগ হতে মুক্তি দেয়া Vindicate Prove-Guilty
EXEMPLARY অনুকরণীয় Worthy of imitation Blameworthy
EXCESS বাড়তি Surplus,Excessive Scarce,Inadequate
EXAGGERATE অতিরঞ্জিত করা Hyberbolize Understate
EVERLASTING চিরস্থায়ী Etarnal Ephemeral
EVANESCENT ক্ষণস্থায়ী Fleeting,Temporary Enduring
EULOGY প্রশংসাপূর্ণ উক্তি Eucomium Criticism
ETERNAl চিরস্থায়ী Endless Temporary
ESSENTIAL অপরিহার্য Crucial Unimportant
ERRATIC খেয়ালি Capricious Consistent
EQUIVOCAL অনিশ্চিত vague Definite
EPHEMERAL ক্ষণস্থায়ী Passing Lasting
ENTHUSLASM প্রবল আগ্রহ Eagerness Apathy
ENMITY শত্রুতা Animus Amity
ENHANCE উন্নত Raise Lessen
ENGENDER উৎপাদন করা Generate Destroy
ENDURANCE ধৈর্য Stamina Frailty
FACETIOUS সরস Humorous Solemn
FACILITATE সহজতর করা Make Easier Hinder
FAMILIAR প্রচলিত Well Known Unknown
FASCINATE মোহিত করা Charm Bore
FASTIDIOUS রুচিবাগিস Fussy uncrirical
FATUOUS বোকা Vapid Prudent
GALLANT সাহসী Brave,Valiant fearful,Caravan
GARRULOUS বাচাল Loquaciuos, Talkative Reticent
GERMANE যথাযথ Relevant Irrelevant
GLOOM অন্ধকার Darkness Light, Brightness
GLUTTONY অতিভোজন Voracity Dieting
GRANDILOQUENT বাগাড়ম্বরপূর্ণ Pompous Simple
GREGARIOUS মিশুক Sociable Reclusive
GULLIVLE বিশ্বাসপ্রবন Over Trusting Suspicious
GARGANTUAN প্রকাণ্ড Colossal Minuscule
GENUINE খাঁটি Authentic Fake
GLAMOUROUS মোহনীয় Facinating Dull
GLUT পেটপুরে খাওয়া Overeat Dieting
GRACIOUS সদয় Courteous Haughty
GREEDY প্রচণ্ড অর্থ লোভী Money-Hungry Generous
GULLIBLE অ-বিশ্বাসপ্রবন Credulous Hard to convince
HACKNEYED নীরস Banal Novel
HARMONIOUS শ্রুতিমধুর Melodious Harsh
HAUGHTY উদ্ধত Arrogant Humble
HAZY কুয়াশাচ্ছন্ন Misty Sunny
HEALTHFUL একগুয়ে Willful Docile
HETEROGENEOUS বিবিধ উপাদানের মিশ্রণ Mixed Uniform
HINDER বাঁধা দেওয়া Hamper Facilitate
HINT ইঙ্গিত দেওয়া Imply Assert
HONORARY অবৈতনিক Vuluntary Salaried
HUMANE দয়ালু Benevolent Cruel ruthless
HUMILITY নম্রতা Modesty Arrogance
HUSBANT বুঝে শুনে খরচ করা Conserve Waste
HYPOCRISY ভণ্ডামি Candor Sincerity
HAPHAZARD এলোমেলো Chaotic Organized
HARMONY মিল Agreement Disagreement
HAZARD বিপদ Danger Safety
HEALTHFUL স্বাস্থকর Benificial Deleterious
HILARIOUS হাসি খুশী Very Funny Gloomy
HINDRANCE বাঁধা Obstacle Aid
HOMOGENEOUS সমপ্রকৃতি Uniform Heterogeneous
HOSTILE শত্রুতাপূর্ণ Spiteful Friendly
HUMBLE নম্র Modest Proud
HUMOROUS কৌতুকপূর্ণ Funny Grave
HYGIENIC স্বাস্থ্যকর Sanitary Harmful
IGNOBLE হীন Despicable Laudable
ILLICIT নিষিদ্ধ Illegan Legal
IMMACULATE খুতহীন Spotless Impure
IMMUTABLE পরিবর্তনাতীত Unchangeable Alterable
IMPERIL বিপদগ্রস্ত করা Jeopardize Project
IMPERTINENT উদ্ধত Impudent Polite
IMPERTURBABLE উত্তেজিত হয় না এমন Calm Perturbable
IMPROMPTU পূর্বপ্রস্তুতিহীন Perform without Preparation Rehearsed
IMPRUDENT হঠকারী Rash Judicious
INANE মূর্খের মত Foolish Meaningful
INCRESSANT বিরামহীন Ceaseless Periodic
INCREDIBLE অবিশ্বাস্য Unbelievable believable
INDIGENOUS দেশীয় Native Foriegn
INDIGNATION ক্রোধ Anger Pleasure
INDOLENT অলস Lazy Industrious
INEBRIATED মাতাল Drunk Sober
INEPT অদক্ষ Unskilled Skillful
IGNORANT অশিক্ষিত Stupid Wise
ILLUSORY মিথ্যা Deceptive Real
IMMNESE বিশাল Vast Small
IMPECCABLE নিখুঁত Flawless Defective
IMPERISHABLE অবিনশ্বর Ever Lasting Evanesceent
IMPRONPTU পূর্বপ্রস্তুতিহীন Improvised Preplanned
INADVERTENT অনিচ্ছাকৃত Uninentional Deliberate
IRRELEVANT অপ্রাসঙ্গিক Unrelated Pertinent
IRREGULAR নিয়ম-বহির্ভূত Usual Normal Niform
INTREPID নির্ভীক Fearless Coward
INTIMIDATE ভয় দেখানো Daunt Encourage
INTENSE চরম Powerful Weak
INTEGRITY সততা Honesty Corruption
INSORCIANT অনুদ্বিগ্ন Carefree Perturbed
INSIPID স্বাদহীন Tasteless Tasty
INNUMERABLE অত্যাধিক Immoderate Moderate
INJURIOUS ক্ষতিকর Damaging benificial
INHIBT বাঁধা দেওয়া Hinder Allow
INGENUOUS অকপট Artless Tricky
INFINITESIMAL অতি ক্ষুদ্র Tiny Huge
INEVITABLE অনিবার্য Inbeluctable Preventable
JEOPARDY বিপদ Danger Safety
JOCUND হাসিখুশি Jolly Sober
JUDICIOUS জ্ঞানী Sage Rash
JERR বিদ্রুপ করা Mock Applaud
JOLLY হাসিখুশী Jocund Grave
KEEN ব্যাগ্র Eagerness Indifferent
LACKLUSTER নিস্প্রান Humdrum Vivacious
LANGUID নিস্তেজ Feeble Energetic
LAUDATORY প্রশংসামূলক Pasting Balmeworthy
LAZY অলস Idle Energetic
LINGER দেরীতে যাওয়া Loiter Leave Hastily
LOATHE অতান্ত অপছন্দ করা Abhor Like
LOYALTY বিশ্বস্থতা Fidelity Disloyalty
LACONIC সংক্ষিপ্ত Terse Voluble
LASTING টেকসই Enduring Momentary
LAVISH অমিতব্যায়ী Prodigal Thrifty
LICENTIOUS অসচ্চরিত্র Immoral Moral
LOATH বিরূপ Averse Avid
LOQUACOOUS বাচাল Talkative Taciturm
LUSTER ঔজ্জ্বল্য Brightness Dillness
MAGNIFY প্রশংসা করা Amplify Reduce
MALICIOUS বিদ্বেষ পরায়ণ Spiteful Friendly
MASSIVE প্রকাণ্ড Vast Minute
MEAGER অল্প Paltry Copious
MELANCHOLY মনমরা Gloomy Happy
MENDACITY মিথ্যাবাদিতা Falsehood Veracity
MESSY নোংরা Littered Tidy,Neat
MICROSCOPIC ক্ষুদ্রাতিক্ষুদ্র Infinitesimal Large
MISERY অত্যান্ত দুঃখ Crestfallen Joyous
MODERATE তিব্রতা হ্রাস করা Temper Intensify
MOLLIFY শান্ত করা Calm Exasperate
MONOTONOUS একঘেয়ে Boring Interesting
MONUMENTAL প্রকাণ্ড Massive Tiny
MUNDANE পার্থিব Worldly Heavenly
MALICE অপকারের ইচ্ছা Spite Benevolence
MANDATORY অত্যাবশ্যক Compulsory Voluntary
MASSIVE বৃহদায়তন Titanic Voluntary
MEDLEY বিভিন্ন বস্তুর মিশ্রণ Assortment Homogeneous
MELLIFLUOUS শ্রুতি-মধুর Dulcet Harsh
MENTOR বিজ্ঞ পরামর্শদাতা Advisor
METICULUOS খুঁতখুঁতে Painstaking Careless
MESERABLE অত্যান্ত দুঃখী Crestfallen Happy
MITIGATE উপশম করা Palliate Increase
MOLLIFY শান্ত Assuage Exasperate
MEMONTOUS অতি গুরুত্বপূর্ণ Significant Trivial
MONSTROUS বিরাট Huge Tiny
MONUMENTAL প্রকাণ্ড Massive Tiny
MUNDANE পার্থিব Worldly Heavenly
MALICE অপকারের ইচ্ছা Spite Benevolent
MANDATORY অত্যাবশ্যক Obligatory Voluntary
MASSIVE বৃহদায়তন Titanic Voluntary
NADIR নিম্নতম বুন্দু Lowest Apex
NEFARIOUS দুশ্চরিত্র Wicked Honest
NEUTRAL নিরপেক্ষ Impartial Biased
NOCTURNAL নৈশ Night Daily
NOVEL অভিনব New Common
NUMEROUS প্রচুর Many Few
NAIVE সাদাসিধে Simple Artful
NEGLIGENT অমনোযোগী Careless Thoughtful
NIMBLE চটপটে Agile Lethargic
NOTORIOUS কুখ্যাত Disreputable Noble
NOVICE নব-শিক্ষার্থী Tyro Master
NUMEROUS প্রচুর Many Few
OBDURATE একগুঁয়ে Intractable Docile
OBLITERATE নিশ্চিহ্ন করা Wipe Out Create
OBSTACLE বাঁধা Help Aid
OMINUS ভীতিকর Threatening Propitious
OPAQUE অস্বচ্ছ Non-Transparent Transparent
OPPOSTION বিরোধিতা Resistance Support
OPULENCE ধনাধ্যতা Affluence Poverty
OVERT দৃষ্টিগোচর Public Covert
OBLIGATORY বাধ্যতামূলক Compulsory Voluntary
OBSOLETE সেকেলে Archaic Modern
OBSTINATE জেদী Obdurate Docile
OMNIPOTENT সর্ব-শক্তিমান All-Powerful Powerless
OPPORTUNE সময়োচিত Timely Untimely
OPTIMISTIC আশাবাদী Hopeful Support
OUT-OF-DATE সেকেলে Outmoded Modern
PACIFIC শান্ত Calm Agitated
PAINSTAKING কাজে যত্নশীল Thorough Negligent
PALLIATE প্রশমিত করা Alleeviate Intensify
PAROCHAIL আঞ্চলিক Local Worldwide
PARTISAN সমর্থক Supporter Adversary
PEDESTRIAN নীরস Prosaic Exciting
PERENNIAL চিরস্থায়ী Perpetual Temporary
PERFUNCTORY ভাসা-ভাসা Cursory Thorough
PERISHABLE পচনশীল Short-Lived Lasting
PERPETUATE চিরস্থায়ী করা Eternalise Momentary
PERTURB বিক্ষুব্ধ করা Disturb Calm
PETULANT খিটখিটে Peevish Agreeable
PINNACLE শীর্ষ বিন্দু Acme Nadir
PLETHORA আধেক্য Excess Shortage
POTENT শক্তিশালী Powerful Weak
PRAISE প্রশংসা করা Loud Blame
PRECISE স্পষ্ট ভাবে নির্দিষ্ট Exact Vague
PREPOSTEROUS সম্পূর্ণ অযৌতিক Ridiculous Reasonable
PRODIGAL অপব্যায়ী Spendthrift Temperate
PROFICIENT দক্ষ Deft Inept
PROFUSE প্রচুর Copious Inadequate
PROMINENT প্রসিদ্ধ Illustrious Unimportant
PROPAGATE প্রচার করা Disseminate Hush Up
PROSPERITY উন্নত Sucess Poverty
PUGNACIOUS ঝগড়াটে Quarrelsome Peaceful
PUNY ক্ষুদ্র Small & Weak Robust
PUSILLANIMOUS ভীরু Cowardly Brave
PACIFY শান্ত করা Appease Enrage
PALATABLE স্বাদু Tasty Disgusting
PALTRY নগণ্য Petty Significant
PARSIMONIOUS মিত্যব্যায়ী Frugal Extravagant
PECULIAR অদ্ভুত Odd Usual
PENURY দারিদ্র Poverty Opulence
PERILOUS বিপদজনক Risky Safe
PERMANENT চিরস্থায়ী Peroetual Momentary
PERTINENT প্রাসঙ্গিক Germane Irrelevant
PESSIMISM হতাশা Gloom Optimism
PHILANTROPY পরোপকার Charity Miserly
PLACID শান্ত Clam Turbulent
POLLUTE দূষিত করা Contaminate Purify
PRAGMATIC বাস্তব সম্মত Practical Idealistic
PRECARIOUS অনিশ্চিত Uncertain Certain
PREDICAMENT বিপজ্জনক অবস্থা Dilemma
PROBITY সততা Integrity Duplicity
PRODIGIOUS অস্বাভাবিক Extraordinary Ordinary
PROFOUND গভীর জ্ঞ্যান পূর্ণ Wise Stupid
PROLIFIC প্রচুর উৎপাদন Proliferous Sterile
PROMPT চটপটে Alert Sunfish
PROPAGATE প্রচার করা Desseminate Hush Up
PROSPERITY উন্নত Sucess Poverty
PUGNACIOUS ঝগরাটে Quarrelsome Peaceful
PUNY ক্ষুদ্র Small and Weak Robust
PUSILLANIMOUS ভিরূ Cowardly Brave
RAGE প্রচণ্ড ক্ষিপ্তাবস্থা Voilent Calmness
RANDOM তন্ন তন্ন করে খোঁজা Rummage Leave Undisturbed
RAUCOUS কর্কশ Harsh Dulcet
RECKLESS বেপরোয়া Rash Wary
REFRESHING সজীবকারক Invigorating Tiring
RELEVANT প্রাসঞ্জিক Pertinent Unrelated
RELUCTANT অনিচ্ছুক Loath Enthusiastic
RENOUNCE দাবী Give Up Retain
REPENT অনুশোচনা করা Be Penitent Remorseless
REPROVE তিরস্কার করা Rebuke Praise
RESERVATION দ্বিধা দ্বন্দ্ব Hesitency Confidence
RESOURCEFUL সৃজন-শক্তি-সম্পন্ন Creative Uninventive
RETREAT পিছিয়ে আসা Withdrow Advance
RISK বিপদ Jeopardy Safety
RUTHLESS নির্মম Callous Kind
RANDOM এলোমেলো Haphazard Deliberate
RASH হঠকারী Reckless Prudent
REBELLIOUS অবাধ্য Disobedient Obedient
RECONCILE আপোষ Conciliate Alienate
REFUTE যুক্তি খণ্ডন করা Disprove Prove
RELINQUISH দাবী Give Up Retain
RELUCTANT অনিচ্ছুক Loath Enthusiastic
REMORSE অনুশোচনা Regret Satisfaction
RENOVATE মেরামত করে নতুনের মত করে To Make New Again Damage
REPENT অনুশোচনা করা Be Panitent Remorseless
REPROVE তিরস্কার করা Rebuke Praise
REPUGNANT ঘৃণা Repellent Attractive
RESOLUTION দৃঢ় সংকল্প Determination Vacillation
RETICENT স্বল্পভাষী Taciturn Talkative
REVOKE বাতিল Repeal Validate
RUMMAGE তন্ন তন্ন করে খোঁজা Search Thoroghly Leave Undisturbed
RANDOM এলোমেলো Haphazard Deliberate
RASH হঠকারী Reckless Prudent
REBELLIOUS অবাধ্য Nruly Obedient
RECONCILE আপোষ Conciliate Alienate
REFUTE যুক্তি খণ্ডন করা Disprove Prove
RELINQUISH দাবী Give Up Retain
REMORSE অনুশোচনা Be Penitent Remorseless
SALIENT প্রধান Prominent Trifling
SALUTARY স্বাস্থ্যকর Salubrious Deleterious
SCANDAL কলঙ্ক Dishonor Honorable
SCARCITY ঘাটতি Rarity Abundance
SCORN অবজ্ঞা Despise Admire
SHABBY জীর্ণ শীর্ণ Thereadbare New
SLANDER কুৎসা রটনা করা Vilify Euligize
SOPHISTICATED জটিল Complicated Simple
SPACIOUS জায়গা বহুল Commodious Small
SPURIOUS জাল Fake Real
SQUANDER অপচয় করা Waste Save
STAMINA পরিশ্রম সহ্য করার শক্তি Energy Weakness
STATIONARY স্থির Motionless Mobile
STERILIZE জীবাণু মুক্ত করা Desinfect Pollute
STUBBORN একগুঁয়ে Obstinate Flexible
SUMPTUOUS বিলাসবহুল Expensive Cheaf
SUPERFLUOUS প্রয়োজন অতিরিক্ত Unnecessary Indispensable
SURMISE আধিক্য Glut Scarcity
SURREPTITIOUS গুপ্ত Secret Open
SALUBRIOUS স্বাস্থ্যকর Salutary Deleterious
SANGUINE আশাবাদী Optimistic Pessimistic
SCANTY কলঙ্ক Dishonor Honorable
SCORN অবজ্ঞা Despise Admire
SERENE শান্ত Tranquil Rough
SINCERE অকৃত্রিম Unfeigned Feigned
SLUMP করে যাওয়া Dip increase
SORDID নোংরা Filthy Clean
SPACIOUS বিস্তৃত Commodious Cramped
SQAALID নোংরা Dirty Clean
STAGNANT স্থির Motionless Flowing
STATIC নিশ্চল Stagnant Mobile
STEADFAST অটল Unwavering Wavering
STINGY কৃপণ Miserly Munificent
SUCCINCT সংক্ষিপ্ত ও যথাযথ To The Point Discursive
SUPERFICIAL ভাসা ভাসা Cursory Thorough
SURFEIT আধিক্য Glut Shortage
SWIFT চটপটে Hasty Sluggish
TACIT অকথিত Unspoken Spoken
TACITURN স্বল্পভাষী Reticent Loquacious
TANGIBLE ধরা ছোঁয়া যায় এমন Palpable Intangible
TARDY ধীরগতি Sluggish Speedy
TEDIOUS ক্লান্তিকর Tiring Stimulating
TEMPORARY অস্থায়ী Feeting Durable
TENTAIVE চূড়ান্ত Fawner Dignified Person
TERMINATE শেষ করা End Begin
TERSE সংক্ষিপ্ত To The Point Verbose
THRIFTY মিতব্যয় Economical Extravagant
TIDY পরিপাটি Neat Messy
TIMOROUS ভীরু Timid Fearless
TOLERATE সহ্য করা Bear Prohiit
TORPID নিস্তেজ Listless Energetic
TORTUOUS সর্পিল Wending Direct
TRACTABLE বশ মানে এমন Docile Unruly
TRANQUIL শান্ত Clam Restless
TRANSIENT ক্ষণস্থায়ী Transitory Permanent
TRANSPARENT স্বচ্ছ Lucid Opaque
TREACHERY বিশ্বাসঘাতকতা Perfidy Loyalty
TRIFLING তুচ্ছ Trivial Significant
TRIFT নীরস Banal Noval
TRUCE সাময়িক যুদ্ধ বিরতি Cease-Fire War
TURBID কর্দমাক্ত Murky Clear
UNANIMOUS সর্বসম্মত Showing Full Agreement Dissent
UNAVOIDABLE অবশ্যম্ভাবী Inevitable Doubtfull
UNCONSCIOUS অজ্ঞ্যন Senseless Conscious
UNDISTURBED শান্ত Unruffled Upset
UNFRIENDLY প্রতিকূল Antagonistic Hospitable
UNKEMPT অপরিপাটি Tousled Tidy
UNWARY অসাবধান Heedless Circumspect
URGENT জরুরি Critical Trivial
VACILLATE দ্বিধা করা Hesitate Determined
VAGUE অস্পষ্ট Indefinite Clear Cut
VALIANT সাহসী Dintless Craven
VALOR সাহস Bravery Cowardice
VALOR সাহস Bravery Cowardice
VAPID স্বাদহীন Dull Lively
VENERATE শ্রদ্ধা করা Esteem Scorn
VENGEANCE প্রতি-হিংসা Revence Pardon
VERACIOUS সত্যবাদী Truthful Mendacious
VERBOSE শব্দবহুল Prolix Pithy
VEX জ্বালাতন করা Irritate Please
VICIOUS দুশ্চরিত্র Wicked Virtuous
VIGILANT সতর্ক প্রহরারত Watchful Negligent
VIGOR জীবনী শক্তি Vive Lethargy
VILIFY নিন্দা করা Defame Praise
VIRTUOUS নৈতিক-সদ্গুন-সম্পন্ন Moral Wicked
VIRULENT বিসাক্ত Poisonous innocuous
VITAL প্রানবন্ত Lively Lethargic
VOLUNTARY স্বচ্ছা প্রদত্ত Volunteered Forced
VULGAR অভদ্র Impolite Refined
VULNERABLE ক্ষতি করা যায় এমন Sesceptible Invincible
WAVER দোটানায় পড়া Vacillate Be Determined
WEARY শ্রান্ত Tired Energetic
WHIMSICAL খেয়ালী Fickle Steady
WILT শুকিয়ে যাওয়া Wither Bloom
WORDY শব্দ বহুল Verbose To The Point
WRINKLE ভাজ পড়া Crease Smooth
ZEAL প্রবল আগ্রহ Fervor Apathy
ZENITH শীর্ষ বিন্দু Acme Nadir

More Mock Test Join Quiz
English Grammar Mock Test 03 | Synonyms and Antonyms Click Here

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ১৬, ২০২৩

Monthly Current Affairs PDF

Monthly Current Affairs PDF

Monthly Current Affairs PDF
Monthly Current Affairs PDF


WBPDF

নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে August Monthly Current Affairs PDF , Current Affairs in Bengali , যেখানে 2023 সালের August Current Affairs এর ১৬০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো চাকরির পরীক্ষার (WBP, SSC, WBCS, KP, UPSC, RRB, PSC) প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে


এই তালিকার মধ্যে Qualcomm India এর প্রেসিডেন্ট হিসেবে কে নতুন নিযুক্ত হলেন, Luna-25 নামে Moon Lander লঞ্চ করছে কোন দেশ , Women's British Open 2023 শিরোপা জিতলেন কে, চন্দ্রযান 2 এর ল্যান্ডার যেখানে ভেঙেছিল, সেই স্থানের কি নামকরণ করা হয়েছে, চন্দ্রযান 3 এর ডাচ ডাউন পয়েন্টের নাম কি রাখা হলো ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

August Monthly Current Affairs PDF

1.ভারতের private space company Skyroot তাদের কোন নতুন ইঞ্জিনের পরীক্ষা করল ?

উত্তর : Raman 2

2.ভারত সম্প্রতি সুইজারল্যান্ড এর সাথে কি প্রতিষ্ঠা করতে চলেছে ?

উত্তর : Innovation Platform.

3.ভারত সম্প্রতি সুইজারল্যান্ড এর সাথে কি প্রতিষ্ঠা করতে চলেছে ?

উত্তর : Innovation Platform.

4.আমেরিকা কোন দেশকে নতুন করে 400 মিলিয়ন ডলার মিলিটারি সহায়তা প্যাকেজ দেবে ?

উত্তর : ইউক্রেন

5.আমেরিকার কোন কোম্পানি কিছুদিনের মধ্যে ভারতে 400 মিলিয়ন ডলার ইনভেস্ট করবে বলে ?

উত্তর : আমেরিকার চিপ মেকার কোম্পানি AMD

6.Korean Open 2023 পুরুষ বিভাগে  Double Titles জিতলেন কে ?

উত্তর : ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সত্বিকসিরাজ এবং চিরাগ শেট্টি

7.সম্প্রতি একটা রিপোর্ট অনুসারে বর্তমান ভারতে বাঘের সংখ্যা কতগুলি ?

উত্তর : 3925টি

8.15 আগস্ট কোন জেলে জেলবন্দী আসামিদের জন্য রেডিও স্টেশন চালু করলো ?

উত্তর : কানপুর জেল

9.শ্রীনগরের ডাল হ্রদে ভাসমান স্টোর খুলতে চলেছে কোন E-Commerce কোম্পানি ?

উত্তর : Amazon India

10.বর্তমানে ভারতে কোন দেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে স্টিল রপ্তানি করা হয় ?

উত্তর : চীন

11.মহারাষ্ট্র সরকারের উদ্যোগে প্রথম "উদ্যোগ রত্ন পুরস্কার" পাচ্ছেন কে ?

উত্তর : টাটা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিইও মাননীয় রতন টাটা মহাশয়

12.সরকারি তথ্য অনুযায়ী, 2019 থেকে 2021 সাল পর্যন্ত ভারতে নিখোঁজ মেয়ে মহিলাদের সংখ্যা কত ছিল ?

উত্তর : প্রায় 13 লক্ষ

13.ইংল্যান্ডের কোন ক্রিকেটার সম্প্রতি অবসর ঘোষণা করলেন ?

উত্তর : Stuart Broad

14.ইন্ডিয়ান আর্মি অরুণাচল প্রদেশে সম্প্রতি কিসের উদ্বোধন করলেন ?

উত্তর : অমৃত সরোবর

15.সম্প্রতি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে ?

উত্তর : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

16.বিশ্ব ফুটবলের ইতিহাসে মাথা দিয়ে সর্বোচ্চ গোল করেছেন কোন খেলোয়াড় ?

উত্তর : ক্রিস্টিয়ানো রোনাল্ডো

17.সম্প্রতি কোথায় ভারত World Coffee Conference host করলো ?

উত্তর : বেঙ্গালুরু

18.জাপান Open Championship 2023  পুরুষ বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কে ?

উত্তর : ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়ার Viktor Axelsen.

19.সম্প্রতি ঝাড়খন্ড সরকার কোন জীবের গতিবিধে ট্রাক করার জন্য মোবাইল অ্যাপ লঞ্চ করল ?

উত্তর : হাতি

20."Kargil: Ek Yatra Ki Jubani" শিরোনামে বই লিখলেন কে ?

উত্তর : ঋষি রাজ

21.কোন কোন অফিসারদের জন্য Common Uniform আনলো Indian Army ?

উত্তর: বিগ্রেডিয়ার তার থেকে উচ্চপদস্থ অফিসারদের জন্য

22.Association for Democratic Reforms(ADR) এর রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী MLA কে ?

উত্তর: D. K. Shibakumar.

23.Microsoft India এর নতুন Corporate Vice-President পদে কে নিযুক্ত হলেন ?

উত্তর: পুনিত চন্দক

24.ভারতে প্রথম Vertical University Campus তৈরি হবে কোথায় ?

উত্তর: মহারাষ্ট্র

25.Online Gaming এর ক্ষেত্রে এবার থেকে কত % ট্যাক্স নেবে বলে জানিয়ে দিল GST কাউন্সিল ?

উত্তর : 28%

26."অমৃত বৃক্ষ আন্দোলন" মোবাইল অ্যাপ লঞ্চ করলে কোন রাজ্য সরকার  ?

উত্তর : আসাম সরকার

27.Global Visionary Entrepreneur Award সম্প্রতি কে পেলেন ?

উত্তর : দীপক শেনয়

28.সম্প্রতি কোন রাজ্যে চাকরির পরীক্ষায় নকল বা টুকলি ঠেকাবার জন্য নতুন একটা বিল পাস করল রাজ্যের বিধানসভা ?

উত্তর : ঝাড়খন্ড

29.ভারতের প্রথম সেপটিক ট্যাংক মুক্ত শহর হতে চলেছে কোন শহর ?

উত্তর : নবী মুম্বই

30.ভারতের প্রথম beauty and lifestyle festival কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

উত্তর : মুম্বই

31.ভারতের কোন রাজ্যে ব্যাডমিন্টনের জন্য National Centre of Excellence তৈরি হবে কোথায় ?

উত্তর : আসাম

32.সম্প্রতি কলকাতায় ফুটবলের কততম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হলো ?

উত্তর : 132তম

33.Live World Ranking ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় কে ?

উত্তরডিগুকেশ

34."Changkhki" নামক দেশীয় কুকুর প্রজাতির রক্ষা করতে সংরক্ষণ কেন্দ্র গড়ে তুলল কোন দেশ ?

উত্তর : ভুটান

35.সম্প্রতি গোয়ার কি GI Tag পেলো ?

উত্তর: গোয়ার বেবিংকা নামক কেক জাতীয় মিষ্টি

36.সম্প্রতি কোথায় পাওয়া গেলো ভারতের একটি রকেটের অংশ ?

উত্তর : অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে

37.কোন তারিখ পালন করা হয় আন্তর্জাতিক হিরোশিমা দিবস?

উত্তর: 6 আগস্ট

38.অমৃত ভারত স্টেশন স্কীমের আওতায় কত কত গুলি রেল স্টেশনের আধুনিকীকরণ করা হবে ?

উত্তর : 1309 টি

39.সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত কোন খেলায় ভারতীয় মহিলাদের কম্পাউন্ড টিম সোনার মেডেল জিতল ?

উত্তর: World Archery Championship.

40.Fortune Global 500 list of 2023 তে শীর্ষস্থানে রয়েছে কোন কোম্পানি ?

উত্তর : Walmart Company

41.সম্প্রতি 2023 সালে দেওধর ট্রফি জিতল কোন টিম ?

উত্তর: South Zone.

42. সম্প্রতি নেপালের কোন ক্রিকেট খেলোয়াড় সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ?

উত্তর: জ্ঞানেন্দ্র মাল্লা

43.ভারতের কোন ক্রিকেট খেলোয়াড় সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ?

উত্তর: মনোজ তিওয়ারি

44.Qualcomm India এর প্রেসিডেন্ট হিসেবে কে নতুন নিযুক্ত হলেন ?

উত্তর: সভি সইন

45.2022 সালে কোন রোগে সব থেকে বেশি সংখ্যক লোক দিল্লিতে মারা গেছে ?

উত্তর: জলাতঙ্ক

46.সাম্প্রতিক ইজরায়েল থেকে ভারতীয় বিমান বাহিনী কি পেল ?

উত্তর : Spike Missile

47.সম্প্রতি হাইওয়ে ব্যাবহারকারীদের জন্য কি মোবাইল অ্যাপ লঞ্চ করলো NHAI ?

উত্তর: Rajmargyatra.

48.কোন ভারতীয় প্রথম তীরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কনিষ্ঠতম হিসেবে ?

উত্তর: অদিতি স্বামী

49.সম্প্রতি রাজস্থানের কি GI Tag পেলো ?

উত্তর: রাজস্থানের উদয়পুরের কোফটগারি মেটাল ক্রাফট

50.2023 সালে সম্প্রতি HDFC ব্যাংকের শশীধর জগদিশন কোন ব্যাংকের CEO হিসেবে নিযুক্ত হলেন ?

উত্তর: Highest Paid Bank

51.সম্প্রতি তেলেঙ্গানার কোন লোকসংগীত শিল্পী মারা গেলেন 77 বছর বয়সে ?

উত্তর: গুম্মারি ভিওল রা

52.সম্প্রীতি ভারত কোন দেশে Digital Identify Project এর জন্য 45 কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ভারত ?

উত্তর: শ্রীলংকা

53.Luna-25 নামে Moon Lander লঞ্চ করছে কোন দেশ ?

উত্তর : রাশিয়া

54.হিমালয়ান শকুনদের বন্দী অবস্থায় ভারতের প্রথমবার প্রজনন করানো হলো কোথায় ?

উত্তর: আসামের চিড়িয়াখানা

55.ভারতের থেকে দুটি Dornier Aircrafts করবে কোন দেশ ?

উত্তর : রাশিয়া

56.সম্প্রতি 63 বছর বয়সে মারা গেলেন কোন বিখ্যাত Film Maker ?

উত্তর : মালয়ালম Film Maker সিদ্দিকী

57.সম্প্রতি কোন রাজ্য Private English Medium বিদ্যালয়গুলোতে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা কে বাধ্যতামূলক করা হলো ?

উত্তর : পশ্চিমবঙ্গ

58. সম্প্রতি Gruha Lakshi Scheme লঞ্চ করা হলো কোন রাজ্যে ?

উত্তর: তেলেঙ্গানা

59..সম্প্রতি মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন করার জন্য সম্পূর্ণ একটি নতুন যোজনা লঞ্চ করলো রাজস্থানে, সেটার নাম কি ?

উত্তর: Indira Gandhi Free Smartphone Yojana 2023

60.সম্প্রতি শিলিগুড়িতে 54 ফিট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো কে ?

উত্তর: Sashastra Seema Bal (SSB).

61."3rd G20 Anti-corruption Working Group Meeting & G20 Anti-corruption Ministerial Meeting" সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো ?

উত্তর: কলকাতা

62.SBI Life Insurance এর Managing Director & CEO পদে নিযুক্ত হলেন কে ?

উত্তর: অমিত ঝিংরান

63.জম্মু-কাশ্মীরের GI Tag পেলো ?

উত্তর: রাযৌরি চিকরি এবং মুষ্কবুর্জি চাল

64.সম্প্রতি কোথায় গাছ ডাইনোসরদের প্রাচীন জীবাশ্ম পেলো বিজ্ঞানীরা ?

উত্তর: রাজস্থানের জয়সলমীরে

65.19th World Athletics Championship 2023 ভারতীয় দলের নেতৃত্ব দেবে কে ?

উত্তর: Neeraj Chopra

66..India Startup Festival 2023 কোথায় শুরু হলো ?

উত্তর: বেঙ্গালুরু

67.কত তারিখ পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস ?

উত্তর: 12 আগস্ট ( বছরে থিম - "Green Skills for Youth: Towards a Sustainable World").

68.Central Railway এর অধীনে তৃতীয় Pink Station হলো কোন Railway Station ?

উত্তর: অমরাবতী (মহারাষ্ট্র)

69.কোথায় শুরু হতে চলেছে খুব শীঘ্রই World Badminton Championship 2023 ?

উত্তর: ডেনমার্কে

70.Pluckk কোম্পানির নতুন Investor & Brand Ambassador হলেন কে ?

উত্তর: কারিনা কাপুর খান

71."My Land My Country" ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো কোথায় ?

উত্তর: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে

72.ভারতের প্রথম Eco-Friendly Debit Card লঞ্চ করলো কোন ব্যাংক ?

উত্তর: Airtel Payment Bank

73.বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেল কোন শহর ?

উত্তর: ইন্দোনেশিয়া জাকার্তা নামক শহর

74.69th Nehru Trophy Boat Race কোথায় আয়োজিত হলো ?

উত্তি:  কেরালায়

75.সম্প্রতি স্কুলে মোবাইল ফোন ব্যান করল কোন সরকার ?

উত্তর: দিল্লি সরকার

76.নাগাল্যান্ডের প্রথম Naga Traditional Food Laboratory কোথায় তৈরি করা হলো ?

উত্তর: নাগাল্যান্ডের রাজধানী কোহিমায়

77.ভারতের কোন রাজ্য প্রথম Agricultural Data Exchange লঞ্চ করলো ?

উত্তর: তেলেঙ্গানা

78.ভারতের বৃহত্তম IT Hub কোথায় তৈরি হতে পারে ভবিষ্যতে ?

উত্তর: লখনৌতে

79.'3rd Khelo India Junior's Women's Hockey League' কোথায় সম্প্রতি আরম্ভ হলো ?

উত্তর: নিউ দিল্লি

80.Latest FIH Rankings ভারতীয় পুরুষ দল কততম স্থানে রয়েছে ?

উত্তর: তৃতীয় স্থানে

81.Women's British Open 2023 শিরোপা জিতলেন কে ?

উত্তর: আমেরিকার গলফ খেলোয়াড় Lilia Vu.

82.সূর্যকে পর্যবেক্ষণ করতে কোন মিশন লঞ্চ করবে ভারত ?

উত্তর: Aditya-L1 Lander.

83.UPI Chalega 3.0 নামক ক্যাম্পেইন লঞ্চ করলে কোন সংস্থা ?

উত্তর: National Payment Corporation of India (NPCI).

84.মধ্যপ্রদেশ সরকার কিষান কল্যাণ যোজনার আওতায় কৃষকদের কত টাকা করে দেবার পরিকল্পনা করেছে ?

উত্তর: 6000 টাকা

85.Annapurna Food Packet Scheme কোথায় লঞ্চ করা হলো ?

উত্তররাজস্থান

86.Fiscal Health Report শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?

উত্তর: মহারাষ্ট্র

87.সম্প্রতি ভারতীয় বায়ু সেনা কোন ড্রোন কে তাদের অন্তর্ভুক্ত করল ?

উত্তর: Heron Mark 2

88.ভারতীয় কোন রাজ্য সন্তানহীন বাবা মায়েদের জন্য বিনামূল্যে সরকারি হাসপাতালে IVF চিকিৎসা পরিষেবা দেবে ?

উত্তর: গোয়া

89.ভারতের কোন প্রাক্তন ফুটবলার সম্প্রতি মারা গেলেন ?

উত্তর: 74 বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ফুটবলার মোহাম্মদ হাবিব

90.ব্রাজিলের ফুটবলার Neymar Junior সৌদি আরবের কোন ক্লাব join করতে চলেছে খুব শীঘ্রই ?

উত্তর: Al Hilal Club.

91.সম্প্রতি কি নামে Long Range Revolver লঞ্চ করবে ভারত ?

উত্তর: প্রবল

92.ইংল্যান্ডের কোন ক্রিকেটার সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ?

উত্তর: Steven Finn.

93.2023 সালে G20 Film Festival কোথায় শুরু হলো ?

উত্তর: দিল্লি

94.কলকাতায় 'My Bengal, Addiction Free Bengal' ক্যাম্পেইন লঞ্চ করলো কে ?

উত্তর: রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু

95.Paypal কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন ?

উত্তর: Alex Chriss

96.চলতি অর্থবর্ষে ভারতীয় স্টেট ব্যাংক মোট কতগুলি নতুন ব্রাঞ্চ খুলবে ?

উত্তর: 300 টি

97.সম্প্রতি শ্রীলংকার কোন ক্রিকেট খেলোয়াড় অবসর ঘোষণা করলেন ?

উত্তর: Wanindu Hasaranga.

98.ভারতের প্রথম Night Street Racing Circuit কোথায় তৈরি করা হবে ?

উত্তর: চেন্নাই

99.দরিদ্র ব্যক্তিদের বাড়ি প্রদান করার জন্য সম্প্রতি ঝাড়খন্ড সরকার কি যোজনা তৈরি করলেন ?

উত্তর: Abua Awas Yojana

100.Universal Pension Scheme সম্প্রতি কোন দেশ লঞ্চ করলো ?

উত্তর: বাংলাদেশ

101.পাকিস্তানের কোন ক্রিকেট খেলোয়াড় সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ?

উত্তর: Wahaz Riaz.

102.কোরিয়ার তৈরি এরোপ্লেন চালাতে সক্ষম রোবটটির নাম কি ?

উত্তর: Pibot.

103.কোন রাজ্য সরকারি পরিষেবা গুলিকে বাড়ির দরজায় পৌঁছে দিতে Gramin Mitra স্কিম লঞ্চ করলো ?

উত্তর: গোয়া

104.হাভার্ড বিশ্ববিদ্যালয়ের George Ladlie Prize 2023 জিতলেন কে ?

উত্তর: ভারতীয় অর্থনীতিবিদ রাজ চেট্টি

105.Doping Test ব্যার্থ হওয়ার জন্য ভারতের কোন দৌড়বীদ 4 বছরের জন্য ব্যান হলেন ?

উত্তর: দ্রুতি চাঁদ

106.পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন জন্য Athidhi Portal লঞ্চ করলো কোন রাজ্য ?

উত্তরকেরালা

107.বিশ্ব মশা দিবস কবে পালিত হয় ?

উত্তর: 20 শে আগস্ট

108.ভারতের প্রথম  3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায়  উদ্বোধন করা হয় ?

উত্তর: বেঙ্গালুরুতে

109.কোন রাজ্য "মাট্টি কলা" GI Tag পেল ?

উত্তর:  তামিলনাড়ু

110.ভারতীয় নেভির জন্য কত টাকার বিনিময়ে পাঁচটি যুদ্ধজাহাজ তৈরি করবে কেন্দ্র ?

উত্তর: 20 হাজার

111.কোন রাজ্য প্রধান সড়কের সাথে উপজাতি গ্রামগুলোকে সংযুক্ত করার জন্য Bhagwan Birsa Munda Jodaraste Scheme launch করলো ?

উত্তর: মহারাষ্ট্র

112.World Athletics Championship 2023 হোস্ট করবে কোন দেশ ?

উত্তর: হাঙ্গেরি

113.কোন ভারতীয় মহিলা পরপর দুইবার U20 World Title জিতলেন ?

উত্তর: অন্তিম পাংঘাল

114. কোন দেশকে হাই স্পিড অপটিক্যাল ফাইবারের সাহায্যে যুক্ত করল রিলায়েন্স জিও ?

উত্তরমালদ্বীপ

115.16th International Olympic on Astronomy and Astrophysics(IOAA) তে দ্বিতীয় স্থান অর্জন করলো কোন দেশ ?

উত্তর: ভারত

116..সম্প্রতি ভারতে জন ধন একাউন্টের সংখ্যা কততম এর গণ্ডি অতিক্রম করলো ?

উত্তর: 50 কোটি

117.সম্প্রতি রতন টাটা মহাশয় মহারাষ্ট্র সরকারের তরফ থেকে কোন সম্মানে ভূষিত হলেন ?

উত্তর: "উদ্যোগ রত্ন"

118.Cincinnati Open 2023 টাইটেল জিতলেন কে ?

উত্তর: সার্বিয়ার টেনিস খেলোয়াড় Novak Djokovic.

119.Bharat Petroleum Corporation Ltd.(BPCL) এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?

উত্তর: রাহুল দ্রাবিড়

120.ভারতের কোন বাগান এশিয়া বৃহত্তম হিসেবে World Book of Records স্থান করে নিয়েছে ?

উত্তর: শ্রীনগরের টিউলিপ গার্ডেন

121.জন্মাষ্টমীর দিন 'Pro Govinda' লীগের আয়োজন করছে কোন রাজ্য ?

উত্তর: মহারাষ্ট্র

122.সম্প্রতি কাকে ভারতীয় নির্বাচন কমিশন  National Icon হিসেবে নির্বাচিত করলো ?

উত্তর: শচীন টেন্ডুলকার

123. ভারতের কোথায় প্রথম হাইড্রোজেন চালিত বাসের ট্রায়াল করা হলো ?

উত্তর: লাদাখের লে তে

124.পূর্ব ভারতের বিশ্বের উচ্চতম রাস্তা বানাচ্ছে কোন সংস্থা ?

উত্তর: Border Roads Organisation (BRO)

125.সম্প্রতি কি নামে নতুন একটি পদ্ম ফুলের প্রজাতির উন্মোচন করা হলে ভারতে ?

উত্তর : Namoh 18

126.Unique Identification Authority of India (UIDAI) এর নতুন পার্টটাইম চেয়ারম্যান হলেন ?

উত্তর:  নীলকান্ত মিশ্র

127.নেপালের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে ?

উত্তর: বিশ্বম্ভর শ্রেষ্ঠা

128.সম্প্রতি কি নামে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট কে লঞ্চ করলো  ভারত ?

উত্তর: Gaofen-12-04

129.সম্প্রতি কেন্দ্র সরকার মোট 6টি রাজ্যে কি নামে GST Reward Scheme লঞ্চ করার পরিকল্পনা করেছে ?

উত্তর: Mera Bill Mera Adhikar.

130.কেরালার তিরুবনন্তপূরমে সম্প্রতি কিসের স্কুল লঞ্চ করা হলো ?

উত্তর: AI School

131.Infosys কোম্পানির সম্প্রতি কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?

উত্তর: স্প্যানিশ টেনিস খেলোয়ার রাফায়েল নাদাল

132.FIDE World Cup ফাইনালে ভারতের কোন দাবা খেলোয়াড় রানার আপ হলেন ?

উত্তর: আর. প্রজ্ঞানন্দ

133.সম্প্রতি রাজস্থানের 33টি কেন্দ্র উদ্বোধন করা হলো কিসের কেন্দ্র সরকারের দ্বারা ?

উত্তর: Khelo India Centre.

134.26th National Conference on e-Governnance কোথায় আয়োজিত হচ্ছে ?

উত্তর: ইন্দোর

135.India Centre of Advanced Manufacturing তৈরির পরিকল্পনা করছে কোন রাজ্য ?

উত্তরতামিলনাড়ু

136.চন্দ্রযান 3 এর ডাচ ডাউন পয়েন্টের নাম কি রাখা হলো ?

উত্তর: শিবশক্তি পয়েন্ট


137.15th BRICS Summit এর নেতাদের বিদ্রি সুরাহি, নাগাল্যান্ড সাল এবং গোল্ড পেইন্টিং উপহার দিলেন কে ?

উত্তর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি

138.গত 40 বছরে গ্রিসে কোন ভারতীয় প্রধানমন্ত্রী প্রথম ভারতীয় হিসেবে সফর করলেন ?

উত্তর: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি

139.'Mohajer 10' নামে যুদ্ধ ড্রোন তৈরি করল কোন দেশ ?

উত্তর: ইরান

140..B20 Summit India 2023 কোথায় শুরু হলো ?

উত্তর: দিল্লি

141.69th National Film Awards 2023 Best Features Film অ্যাওয়ার্ড পেলেন কোন ফিল্ম ?

উত্তর: Rocketry

142.কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে পরবর্তী চন্দ্র মিশন করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO ?

উত্তরজাপান

143.Nurtition Awareness Index 2023 শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?

উত্তর: পাঞ্জাব

144.ভারতের কোন শহর সম্প্রতি Best Smart City Award জিতল ?

উত্তর: ইন্দোর

145.চন্দ্রযান 2 এর ল্যান্ডার যেখানে ভেঙেছিল, সেই স্থানের কি নামকরণ করা হয়েছে সম্প্রতি ?

উত্তর: তিরঙ্গা পয়েন্ট

146.69th National Film Awards শিরা অভিনেতা তকমা পেলেন কে ?

উত্তর: তেলেগু অভিনেতা আল্লু অর্জুন

147.nfosys কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর: পোল্যান্ডের মহিলা টেনিস খেলোয়াড় Iga Swiatek.

148.অস্ট্রেলিয়াকে পরাজিত করে কোন খেলাতে ভারতীয় মহিলা দৃষ্টি প্রতিবন্ধী দল সোনা জিতল ?

উত্তর: IBSA World Games.

149.সম্প্রতি G20 Culture Miniater's Meeting কোথায় অনুষ্ঠিত হলো ?

উত্তর: বারানসি

150.সম্প্রতি নিরজ চোপড়া কিসে সোনার মেডেল জিতল কেনো ?

উত্তর: World Athletics Championship 2023 Javelin Thrower হিসেবে

151.সেদ্ধ চাল রপ্তানির উপর কত শতাংশ শুল্ক জারি করল কেন্দ্র সরকার ?

উত্তর: 20%

152.সেদ্ধ চাল রপ্তানির উপর কত শতাংশ শুল্ক জারি করল কেন্দ্র সরকার ?

উত্তর: 20%

153.ভারতের তৃতীয় শহর হিসেবে কোন শহর Air Quality Early Warning System খেতাব পাচ্ছে ?

উত্তর: কলকাতা

154.প্রখ্যাত হকি খেলোয়াড় মেজার ধ্যানচাঁদের জন্মবার্ষিক উপলক্ষে সম্প্রতি কি দিবস পালন করা হলো 29 আগস্ট, 2023 ?

উত্তর: জাতীয় ক্রিয়া দিবস

155.সম্প্রতি কোন ইংলিশ লেখক 95 বছর বয়সে মারা গেলেন ?

উত্তর: জয়ন্ত মহাপাত্র

156.Miss World 2023 কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তর: কাশ্মীর

157.পাকিস্তানে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে ?

উত্তর: গীতিকা শ্রীবাস্তব

158.আগামী 3 বছরের জন্য কি BCCI এর টাইটেল Sponsorship পেলো ?

উত্তর: IDFC First Bank

159.5th Bangladesh-India Annual Defence Dialogue কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তর: বাংলাদেশের রাজধানী ঢাকা তে

160.সম্প্রতি অস্ট্রেলিয়া সাথে কিসে যোগ দিতে চলেছে ভারতীয় জলসেনা বা ইন্ডিয়ান নেভি ?

উত্তর: 5th Ausindex নৌসেনা অনুশীলন

 


More Pdf Download Pdf
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৩ Click Here