Breaking









বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা | World Major Straits

বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা | World Major Straits

বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা | World Major Straits
বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা | World Major Straits , যেখানে বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 

এই তালিকার মধ্যে ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন উপসাগর তথা কোন প্রণালী কাকে পৃথক করেছে অতঃপর বেরিং, প্রণালী, মালাক্কা প্রণালী, জিব্রাল্টার প্রণালী কাকে পৃথক করেছে বা মান্নার উপসাগর কোথায় অবস্থিত এবং পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এছাড়া ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম কি সবশেষে ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা | World Major Straits


প্রণালী সংযোগস্থল বিচ্ছিন্ন
পক প্রণালী মান্নান উপসাগর ও বঙ্গোপসাগর ভারত ও শ্রীলংকা
মেসিনা প্রণালী টিরেনিয়ান সাগর ও ভূমধ্যসাগর ইতালি ও সিসিলা
বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর ও মর্মরা সাগর ইস্তাম্বুল ও আনাতোলিয়া উপদ্বীপ
কুক প্রণালী তাসমান সাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ নিউজিল্যান্ড
ডেভিস প্রণালী বফিন উপসাগর ও ল্যাব্রাডার উপসাগর গ্রীনল্যান্ড ও কানাডা
জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর ইউরোপ ও আফ্রিকা
তাতার প্রণালী জাপান সাগর ও ওখস্টক সাগর পূর্ব রাশিয়া ও সাখালীন দ্বীপপুঞ্জ
মালাক্কা প্রণালী আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
ডেনমার্ক প্রণালী উত্তর আটলান্টিক মহাসাগর ও আর্কেটিক মহাসাগর গ্রীনল্যান্ড ও আইসল্যান্ড
হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত আরব আমিরাত ও ইরান
বনিফ্যাসিও প্রণালী ভূমধ্যসাগর ও টিরেনিয়ান সাগর কর্সিকা ও সারডিনিয়া
সুন্ডা প্রণালী জাভা সাগর ও ভারত মহাসাগর জাভা ও সুমাত্রা
বাব এল মান্দেব প্রণালী লোহিত সাগর ও অ্যাডেন উপসাগর সোমালিয়া ও ইয়েমেন
বেরিং প্রণালী বেরিং সাগর ও চুকচি সাগর এশিয়া ও উত্তর আমেরিকা
হাডসন প্রণালী হাডসন সাগর ও ল্যাব্রাডর সাগর বাফিন দ্বীপপুঞ্জ ও উনগাভা উপদ্বীপ
ইউকাতান প্রণালী মেক্সিকো সাগর ও ক্যারিবিয়ান উপসাগর মেক্সিকো ও কিউবা
মাগেলান প্রণালী প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর দক্ষিণ আমেরিকা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
বাস প্রণালী ভারত মহাসাগর ও তাসমান সাগর অস্ট্রেলিয়া ও তাসমানিয়া
মাকসার প্রণালী জাভা সাগর ও সেলেবস সাগর বর্ণীয় ও সেলেবস দ্বীপপুঞ্জ
দার্দানেলিস প্রণালী মারমারা সাগর ও ইজিয়ান সাগর এশিয়া ও ইউরোপ
ডোভার প্রণালী ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর ফ্রান্স ও ইংল্যান্ড

File Name: বিশ্বের বিভিন্ন প্রণালী তালিকা | World Major Straits
File Size: 130 kb
File Formate: Pdf
No Of Pages: 02 
Download Pdf: Click To Download 

More Pdf Download Link
পৃথিবীর বিখ্যাত মরুভূমির তালিকা PDF Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন