Breaking









বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ জুলাই, ২০২২

জুলাই ১০, ২০২২

রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা PDF

রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা

রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা PDF
রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা PDF, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, এই তালিকার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বের সমস্ত অধিকত্তা অর্থাৎ বাবা ও তার ঠাকুরদা তার বাবা ও তার ঠাকুরদা কে ছিলেন, তথা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মা  ও ভাইপোর নাম কি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন কতজন ছিল অতঃপর তার সন্তানের নাম কি, সেই সমস্ত তথ্য অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা

নীলমণি ঠাকুরের তিন পুত্র ছিলেন যথা - রামলোচন ঠাকুর, রামমনি ঠাকুর এবং রামবল্লভ ঠাকুর।

রাম লোচন ঠাকুর অপূত্রক ছিলেন বলে ভ্রাতা রামমনি ঠাকুরের পুত্র দ্বারকানাথ ঠাকুর কে দত্তপুত্র রূপে গ্রহণ করেন। 

দ্বারকানাথ ঠাকুরের তিনজন পুত্র ছিলেন যথা - দেবেন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্রনাথ ঠাকুর এবং নগেন্দ্রনাথ ঠাকুর।

আবার দেবেন্দ্রনাথ ঠাকুরের সাতজন পুত্র এবং তিনজন কন্যা ছিলেন পূত্রগুলোর নাম ছিল যথাক্রমে -  দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সৌমেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং পাঁচজন কন্যার নাম হলো যথা - সৌদামিনী দেবী, সুকুমারী দেবী, শরৎকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবী এবং বর্ণকুমারী দেবী ।

আবার দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পাঁচজন পুত্র ছিলেন যথা - দীপেন্দ্রনাথ ঠাকুর, অরুণীন্দ্রনাথ ঠাকুর, নীতীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ ঠাকুর এবং কৃতেন্দ্রনাথ ঠাকুর।

আবার সত্যেন্দ্রনাথ ঠাকুরের এক পুত্র এবং এক কন্যা ছিলেন যথা - সুরেন্দ্রনাথ ঠাকুর এবং ইন্দিরা দেবী।

আবার হেমেন্দ্রনাথ ঠাকুরের তিন পুত্র এবং নয় কন্যা ছিলেন পূত্রগুলোর নাম যথাক্রমে - হিতেন্দ্রনাথ ঠাকুর, খীতিন্দ্রনাথ ঠাকুর এবং রিতেন্দ্রনাথ ঠাকুর, এবং কন্যাগুলোর নাম যথাক্রমে - প্রতিভা দেবী, প্রজ্ঞা দেবী, অভি দেবী, মনীষা দেবী, শোভনা দেবী, সুষমা দেবী, সুনিতা দেবী, সুদক্ষিনা দেবী এবং পূর্ণিমা দেবী।

বীরেন্দ্রনাথ ঠাকুরের একজন পুত্র ছিলেন এবং তার নাম হল বলেন্দ্রনাথ ঠাকুর।

আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুজন পুত্র এবং তিনজন কন্যা ছিলেন পুত্রগুলোর নাম যথাক্রমে - রথীন্দ্রনাথ ঠাকুর এবং শমীন্দ্রনাথ ঠাকুর এবং কন্যাগুলির নাম যথাক্রমে - মাধুরীলতা দেবী, রেনুকা দেবী এবং মীরা দেবী।

গিরীন্দ্রনাথ ঠাকুরের দুজন পুত্রের নাম যথাক্রমে - গনেন্দ্রনাথ ঠাকুর এবং গুণেন্দ্রনাথ ঠাকুর।

এবং সবশেষে গুণেন্দ্রনাথ ঠাকুরের দুজন পুত্র এবং একজন কন্যা ছিলেন যথাক্রমে - গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এবং কন্যা ছিলেন সুনয়নী দেবী।


File Name: রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ তালিকা

File Size: 885Kb

File Formate: Pdf

No of Pages: 03

Download Pdf: Click To Download


More Pdf Download Link
বিভিন্ন সাহিত্যিকদের প্রথম গ্রন্থ PDF Click Here
বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব PDF Click Here

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

অক্টোবর ১৪, ২০২১

বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা PDF

বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা

বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা PDF
বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা PDF, যেখানে বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা কে ছিলেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, এই তালিকার মধ্যে বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথ ঠাকুর ও মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান অথবা মানিক বন্দ্যোপাধ্যায় ছোটগল্পের বৈশিষ্ট্য, স্বাধীনতা পরবর্তী কিংবা বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প কোনটি অতঃপর বিশ্ব সাহিত্যে ছোটগল্পের জন্ম কিভাবে হয়, আধুনিক ও শাস্তি ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নাম ও সেরা ছোটগল্প, বাংলা ছোটগল্পের উদ্ভব ও ক্রমবিকাশ সেইগুলি সম্পর্কে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা


০১. রবীন্দ্রনাথ ঠাকুর : শুভা, সমাপ্তি, নষ্টনীড়, দেনাপাওনা, মাস্টারমশাই, অতিথি, গুপ্তধন, হালদার গোষ্ঠী, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরী, গিন্নি, পোস্টমাস্টার, বলাই, ব্যবধান, কাবুলিওয়ালা, নিশীথে, কঙ্কাল, সে, আপদ, দালিয়া, ছুটি, শাস্তি, ভিখারিনী

০২. বিভূতিভূষণ মুখোপাধ্যায় : রানুর প্রথম ভাগ, চৈতালি, সার্টিফিকেট, সমাপ্তি, বর্ষায়, হৈমন্তী, বরযাত্রী, সার্টিফিকেট , পীতু

০৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : মেজদিদি, দেওঘরের স্মৃতি, বিন্দুর ছেলে, দর্পচুর্ন , রামের সুমতি, মহেশ, আধারের আলো, আলো ছায়া, একাদশ বৈরাগী, লালু, বিচার, পরেশ, অভাগীর স্বর্গ , হরিচরণ, মন্দির, কোরেল

০৪. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় : তারিণী মাঝি, কালাপাহাড়, জলসাঘর, ডাইনি, না, অগ্রদানী, নারী ও নাগিনী

০৫. মানিক বন্দোপাধ্যায় : প্রাগৈতিহাসিক, দুঃশাসনীয়, আত্মহত্যার অধিকার, সরীসৃপ, শিল্পী, হারানের নাতজামাই

০৬. সমরেশ বসু : আদব, কিমলিস, পাড়ি

০৭. প্রভাতকুমার মুখোপাধ্যায় : দেবী, পোস্টমাস্টার, আদরিনী, বিএ পাস কয়েদি, হীরালাল, মাতৃহীন, খোকার কান্ড, কুড়ানো মেয়ে, বলবান জামাতা, ফুলের মূল্য, কাশীবাসিনি

০৮. নারায়ণ গঙ্গোপাধ্যায় : বিতংস, হাড়, বন-জোৎস্না, ফলশ্রুতি, ইতিহাস, রেকর্ড, সৈনিক, দুর্ঘটনা, ভাঙা-চশমা, জান্তব, টোপ, নক্রচারিত

০৯. বলাইচাঁদ মুখোপাধ্যায় : মানুষ, তাজমহল, নাথুনির মা, ছোটলোক, দুধের দাম, অক্ষমের আত্মকথা, বিদ্যাসাগর, বুধনী, তিলোত্তমা, ক্যানভাসার

১০. প্রেমেন্দ্র মিত্র : পোনাঘাট পেরিয়ে, মহানগর, সাগরসঙ্গম, কুয়াশায়, হয়তো, স্টোভ, শুধু কেরানী, মোটবারো

১১. রাজশেখর বসু : লম্বকর্ণ, গো মানুষ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, হনুমানের স্বপ্ন, বিরিঞ্চিবাবা, কচিসংসদ, জাবালি, ভূষণ্ডির মাঠ, জাতির কথা, স্বয়ম্বড়া

১২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় : মেঘমল্লার, মৌরিফুল, যাত্রা বদল, পুঁইমাচা

১৩. জগদীশ গুপ্ত : হাড়, রসাভাস, পয়মূখো, অরূপের রাস, শঙ্কিতা অভয়া



File Name: বিভিন্ন কথাসাহিত্য বা ছোট গল্পের রচয়িতা

File Size: 399 Kb

File Formate: Pdf

No Of Pages: 2

Download Pdf: Click To Download



More Pdf Download Link
বিখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক PDF Click Here
বিভিন্ন বিষয়ের জনক PDF | কে কিসের জনক Click Here

শনিবার, ২১ আগস্ট, ২০২১

আগস্ট ২১, ২০২১

বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব PDF

বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব

বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব PDF
বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব PDF

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব PDF, যেখানে বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে, এই তালিকার মধ্যে ইংরেজি সাহিত্যের বাংলা অনুবাদ কোন কবি করেছিলেন কিংবা ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি কে ছিলেন এবং ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি কে ছিলেন তথা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে ছিলেন সেই সমস্ত কিছু খুবই সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব


০১. বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি→কাজী নজরুল ইসলাম
০২. ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি→লর্ড বাইরন(Lord Byron)
০৩. বাংলা সাহিত্যের আদি নিদর্শন→চর্যাপদ।
০৪. ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন→বিউলফ(Beowulf)
০৫. বাংলা সাহিত্যের কবিদের কবি→নির্মলেন্দু গুণ
০৬. ইংরেজি সাহিত্যের কবিদের কবি→এডমন্ড স্পেনসার(Edmund Spanser)।
০৭. বাংলা সাহিত্যের দুংখবাদী কবি→যতীন্দ্রমোহন বাগচী
০৮. ইংরেজি সাহিত্যের দুংখবাদী কবি→মেথিউ আরনল্ড
০৯. বাংলাদেশের জাতীয় কবি→কাজী নজরুল ইসলাম
১০. ইংরেজিদের জাতীয় কবি→Shakespeare
১১. রাশিয়ার জাতীয় কবি→আরেকজান্ডার পুসকিন
১২. আমেরিকার জাতীয় কবি→Walt whitman, Robert Frost, Emily Dickinson(তিনজন)
১৩. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য→মেঘনাদবধ কাব্য(মাইকেল মধুসূদন দত্ত)
১৪. ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য→বেওউলফ(Beowulf)
১৫. বাংলা গদ্যের জনক→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬. ইংরেজি গদ্যের জনক→জন ওয়াক্লিফ(John Wyclif)
১৭. বাংলা সনেটের জনক→মাইকেল মধুসূদন দত্ত
১৮. ইংরেজি সনেটের জনক→স্যার থমাস ওয়াট(Sir Thomas wyatt)
১৯. সনেটের জনক→ইতালীয় কবি পেত্রার্ক
২০. বাংলা ভাষায় ইতালীয় সনেটের প্রবর্তক→প্রমথ চৌধুরী
২১. বাংলা চলচিত্রের জনক→হীরালাল সেন
২২. বাংলাদেশের চলচিত্রের জনক→আব্দুল জব্বার খান
২৩. বাংলা সাহিত্যের সমালোচনার কবি→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৪. ইংরেজি সাহিত্যের সমালোচনার কবি→জন ড্রেডেন(John Dryden)
২৫. বাংলা প্রবন্ধের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৬. ইংরেজি প্রবন্ধের জনক→ফ্রান্সিস বেকন(Francis Bacon)
২৭. বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত
২৮. ইংরেজি সাহিত্যে মহাকাব্যের জনক→উইলিয়াম কেরী(William Carey)
২৯. বাংলা মহাকাব্যের কবি→হেমচন্দ্র(বাংলার মিল্টন)
৩০. ইংরেজি মহাকাব্যের কবি→জন মিল্টন(John Milton)
৩১. বাংলা দুঃখবাদী কবি→যতিন্দ্রনাথ সেনগুপ্ত
৩২. ইংরেজি দুঃখবাদী কবি→ম্যাথিও আর্নল্ড(Matthew Arnold)
৩৩. বাংলা সাহিত্যের সভাকবি→সুভাস মুখোপ্যাধ্যায়
৩৪. ইংরেজি সাহিত্যের সভাকবি→ওয়ার্ড ওর্থ(Word Worth)
৩৫. বাংলা উপন্যাসের জনক→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৬. ইংরেজি উপন্যাসের জনক→হেনরি ফিল্ডিং(Henry Fielding)
৩৭. বাংলা কবিতার জনক→মাইকেল মধুসূদন দত্ত
৩৮. বাংলা গীতি কবিতার জনক→বিহারীলাল চক্রবর্তী
৩৯. ইংরেজি কবিতার জনক→জিওফরি চাউচার(Geoffrey Chaucer)
৪০. বাংলা ছোট গল্পের জনক→রবীন্দ্রনাথ ঠাকুর
৪১. ইংরেজি ছোট গল্পের জনক→এডগার এলান পো
৪২. বাংলা মুদ্রণ শিল্পের জনক→চার্লস উইলকিনস
৪৩. ইংরেজি মুদ্রণ শিল্পের জনক→উইলিয়াম কাক্সটন(William Caxton)
৪৪. বাংলা নাটকের জনক→দীনবন্ধু মিত্র
৪৫. ইংরেজি নাটকের জনক→শেক্সপিয়র
৪৬. আধুনিক বাংলা সাহিত্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত
৪৭. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক→জর্জ বার্নার্ড শ
৪৮. বাংলা সাহিত্যের Poet of Dramatic Monologue→জসীম উদ্দিন
৪৯. ইংরেজি সাহিত্যের Poet of Dramatic Monologue→রবার্ট ব্রওইং(Robert Browning)
৫০. বাংলা সাহিত্যের কিশোর কবি→সুকান্ত ভট্টাচার্য
৫১. ইংরেজি সাহিত্যের কিশোর কবি→জন কিটস(John keats)
৫২. বাংলা সাহিত্যের স্কট বলা হয়→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৩. ইংরেজি সাহিত্যের স্কট বলা হয়→স্যার ওয়াল্টন স্কট(Sir Walton Scott)
৫৪. বাংলা সাহিত্যেরর প্রথম উপন্যাস→আলালের ঘরের দুলাল(প্যারিচাদ মিত্র)
৫৫. ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস→Pamela or The Virtue Rewarded (Samuel Richardson)
৫৬. বাংলা সাহিত্যের ব্যাঙ্গাত্বক উপন্যাসের রচয়িতা→প্রমথ চৌধুরি
৫৭. ইংরেজি সাহিত্যের ব্যাঙ্গাত্বক উপন্যাসের রচয়িতা→জনাথান সুইফট(Jonathan Swift)
৫৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক শ্লোকগাঁথা→প্রভাবতী সম্মাষণ(ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
৫৯. ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক শ্লোকগাঁথা গ্রন্থ →Lycidas(John Milton)
৬০. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন→নাথনিয়েল ব্রাসি হ্যালহেড
৬১. ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন→উইলিয়াম কেরি(William Carey)
৬২. সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন→চার্লস উইলকিনস
৬৩. বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন→পঞ্চানন কর্মকার
৬৪. বাংলা লেখা প্রথম বাংলা অভিধান রচনা ও প্রকাশ করেছিলেন→রামচন্দ্র বিদ্যাবাগীশ, ১৮১৭সালে



File Name: বাংলা ও ইংরেজি কবি ব্যক্তিত্ব

File Size: 809Kb

File Formate: Pdf

File Page: 3

Download Pdf: Click To Download



More Pdf Download Link
ভারতের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান PDF Click Here
বিখ্যাত লেখকদের ছদ্মনাম তালিকা PDF Click Here

সোমবার, ১৪ জুন, ২০২১

জুন ১৪, ২০২১

200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর PDF DOWNLOAD

200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর

200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর PDF DOWNLOAD
200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর PDF DOWNLOAD

📄WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে 200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর PDF DOWNLOAD, যেখানে ভারতের বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় একটি চাকরি প্রার্থীর জন্য, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই ডব্লিউ বি পিডিএস এর যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


নিম্নে উল্লেখিত নমুনা


১. পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়

২. জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ

৩. পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৪. লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়

৫. পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়

৬. একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম

৭. দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়

৮. কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

৯. আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১০. চরিত্রহীন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১১. লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ

১২. অপরাজিত- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৩. শ্রীকান্ত- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৪. চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর

১৫. গণদেবতা- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

১৬. আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র

১৭. হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ

১৮. দৃষ্টিপ্রদীপ- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৯. সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক

২০. নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক

২১. জননী- শওকত ওসমান

২২. খোয়াবনামা- আখতারুজ্জামান ইলিয়াস

২৩. হাজার বছর ধরে- জহির রায়হান

২৪. তেইশ নম্বর তৈলচিত্র- আলাউদ্দিন আল আজাদ

২৫. চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস

২৬. সারেং বউ- শহীদুল্লাহ কায়সার

২৭. প্রদোষে প্রাকৃতজন- শওকত আলী


File Name: 200+ বাংলা সাহিত্য প্রশ্ন-উত্তর

File Size: 560Kb

File Formate: Pdf

File Page: 10

Download Pdf: Click To Download



More Pdf Download Link
মানবদেহের বিভিন্ন অঙ্গ বিবরণ তালিকা PDF Click Here
ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ তালিকা PDF Click Here