Breaking









COMPUTER SCIENCE লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
COMPUTER SCIENCE লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৫ জুলাই, ২০২৩

জুলাই ১৫, ২০২৩

চন্দ্রযান - 3 : chandrayaan-3 launch vehicle in Bengali

চন্দ্রযান - 3 : chandrayaan-3 launch vehicle in Bengali

চন্দ্রযান - 3 : chandrayaan-3 launch vehicle in Bengali
চন্দ্রযান - 3


WBPDF

নমস্কার বন্ধুরা: 

আজ wbpdf নিয়ে এসেছে চন্দ্রযান -3 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকের এই দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হয়ে দাঁড়ালো। বহু প্রতিক্ষার পর অন্ধ্রপ্রদেশের শ্রী সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শুক্রবার দুপুর ০২.৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান - 3। দীর্ঘ চার বছর পর চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফলভাবে ল্যান্ডিংয়ের উপর প্রবল আশাবাদী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তথা সারা ভারতবর্ষ ।

চন্দ্রযান- ৩ হল ভারতবর্ষের তৃতীয় চন্দ্র। সবচেয়ে ভারী রকেট LVM- 3 এর মাধ্যমে উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। চন্দ্রযান-৩ ভারতীয় অনুবেদক উপগ্রহ। এটি ভারতীয় অনুবেদক উপগ্রহ প্রকল্প হিসাবে চন্দ্রযান-২ এর পরবর্তী সংস্করণ। চন্দ্রযান-৩ ভারতীয় রাষ্ট্রীয় মহাকর্ষ উপগ্রহ কেন্দ্র (ISRO) এর পরিচালিত হয়েছে।উপগ্রহটির উদ্দেশ্য মূলত চাঁদের পৃথিবীর উপর ভিত্তি পেতে এবং চাঁদের সাপেক্ষে ভারতের উপস্থিতিকে অনুমান করা

চন্দ্রযান-৩ পর্যটনযান ও অনুসন্ধানের জন্য নতুন প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করবে।চন্দ্রযান-৩ মিশনের প্রধান উপগ্রহ হবে মহাকর্ষ উপগ্রহ (Orbiter)। এটি চাঁদের পর্যটনযান ও অনুসন্ধান প্রক্রিয়ায় সহায়তা করবে। উপগ্রহটি চাঁদের আকার, কমপক্ষে ৬ মাসের জন্য চাঁদের কক্ষের উপর স্থায়ীভাবে বসানো হবে। চন্দ্রযান-৩ এর সঙ্গে অনুবেদক উপগ্রহ মডিউল (Lander) ও রোভাট (Rover) সহ যুক্ত থাকবে। রোভাটটি চাঁদের সৃজনশীল পৃথিবী এবং চাঁদের পৃথিবীর ভেতরে যানে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করবে।এই মিশনের প্রথম পর্ব হবে মহাকর্ষ উপগ্রহটি চাঁদের কক্ষের উপর স্থায়ীভাবে বসানো এবং রোবট সহ অন্যান্য নির্দিষ্ট কাজগুলি সম্পন্ন করা।

 এই পর্বে মিশনের পরামর্শক বলছেন, চন্দ্রযান-৩ মিশন সম্পন্ন করার পরে ভারত চাঁদের উপরে মানবকে পাঠানোর পরিকল্পনা করছে।মিশনের পরামর্শকরা চাঁদের উপরে অনুসন্ধানের মাধ্যমে নতুন জ্ঞান সংগ্রহ করবেন এবং চাঁদের আকার ও গ্রহণযোগ্যতা নিয়ে মানব নিগমের জন্য উপযুক্ত তথ্য প্রদান করবেন।

চাঁদের বুকে কবে পৌঁছবে চন্দ্রযান 3 ?

ভারতীয়  Space Scientist-রা ভারতীয় মহাকাশ গবেষণা বিজ্ঞানীরা জানিয়েছেন যে সমস্ত কাজ যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে আজ থেকে প্রায় 12 দিন পর চন্দ্রযান-৩ চাঁদের বুকে নেমে পড়বে। এবারে ভারতবর্ষ যদি সফল হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থতম সফলভাবে চাঁদে পদার্পণ করবে ভারতবর্ষ।

চন্দ্রযান- ৩ এর খরচ কত হবে?

অবাক করার মতো কথা এই যে , চন্দ্রযান 3 এর খরচ খুবই কম। আজ থেকে 58 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে Appolo 11 লঞ্চ করেছিল তার খরচ পড়েছিল 2861 কোটি 61 লক্ষ টাকা। এবারের চন্দ্রযান 3 এর খরচ পড়েছে প্রায় 615 কোটি টাকা। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের এই 4 বছর ধরে এই কঠোর প্রচেষ্টায় চন্দ্রযান 3 এ সমস্ত কাজ সম্পন্ন করে দিয়েছে।

চাঁদে যাওয়ার পর এর প্রধান উদ্দেশ্য কি হবে?

চন্দ্রযান 3 এর চাঁদে যাওয়ার পেছনে প্রধান উদ্দেশ্য এই যে, তারা সেখানে পৌঁছে সেখানকার আবহাওয়া, জল,মাটি,বাতাস ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ISRO তে পাঠাবে। এই সমস্ত তথ্য ভারতবর্ষের তথা গোটা বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। 


More PDF Download Link
সৌরজগতের বিভিন্ন গ্রহ PDF Click Here

বুধবার, ৩ আগস্ট, ২০২২

আগস্ট ০৩, ২০২২

Computer Network Topology PDF

Computer Network Topology

Computer Network Topology PDF
Computer Network Topology

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে Computer Network Topology, যেখানে Computer এর ৬ টি Network Topology সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে,

এই তালিকার মধ্যে Bus Topology, Ring Topology, Star Topology, Tree Topology, Mesh Topology এবং Hybrid Topology কি বা কাকে বলে এবং এই সমস্ত নেটওয়ার্ক টপোলজির সুবিধা ও অসুবিধা কি, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

Computer Network Topology PDF

০১) টোপোলজি কাকে বলে ?

উত্তর. LAN এর মধ্যস্থ কম্পিউটার গুলি তারের সাহায্যে যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সজ্জিত থাকে, সেই জ্যামিতিক বিন্যাসকে Network Topology বলে

০২) Topology কয় প্রকার কি কি ?

উত্তর. Network Topology কে প্রধানত ছটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা- Bus Topology, Ring Topology, Star Topology, Tree Topology, Mesh Topology এবং  Hybrid Topology


Bus Topology

এটি হল সব থেকে সরল নেটওয়ার্ক টোপোলজি, যেখানে একটি Trunk বা Back bone নামক একটি মূল তার থাকে , তার সাথে নেটওয়ার্ক এর নোটগুলি যুক্ত থাকে

সুবিধা:- ) তার কম লাগে

) গঠন বিন্যাস সরল

) রক্ষণাবেক্ষণ সহজ

) নতুন node সহজে যুক্ত করা যায়

) রিপিটার যুক্ত করে এই নেটওয়ার্কের দৈর্ঘ্য বাড়ানো যায়

) একটি node খারাপ হয়ে গেলে বাকি node গুলির ডেটা পাঠাতে অসুবিধা হয় না

অসুবিধা) ত্রুটি নির্ধারণ করা কঠিন

) যখন একটি Node তথ্য পাঠায়, তখন অন্য Node গুলি অপেক্ষা করে, ফলে সময় অনেকটা নষ্ট হয়

০৩) মূল Trunk বা Back bon Link টি তো হয়ে গেলে সমগ্র নেটওয়ার্ক ভেঙে পড়ে

Ring Topology

 যে নেটওয়ার্ক ব্যবস্থায় কম্পিউটার গুলি বৃত্তাকারে বা আংটির ন্যায় যুক্ত থাকে, তাকে Ring Topology বলে

সুবিধা) তারের দৈর্ঘ্য বাস টোপোলজি অপেক্ষা কম হয়

) ফাইবার অপটিক কেবিল এর মাধ্যমে দ্রুত তথ্য পরিবাহিত হয়

) ত্রুটি নির্ধারণ সংশোধন করা সহজ

) বিশ্বাসযোগ্যতা বেশি

অসুবিধা)একটি Node খারাপ হয়ে গেলে একমুখী Ring এর ক্ষেত্রে Network অলস হয়ে পড়ে

) Maintenance খরচ বেশি

) বিস্তারের কারণে অসুবিধা সৃষ্টি হয়


Star Topology

যে নেটওয়ার্ক ব্যবস্থায় কম্পিউটার গুলি পরস্পর R এর ন্যায় বিন্যাসে একটি কেন্দ্রীয় Computer বা Hub এর সঙ্গে যুক্ত থাকে, তাকে Star Topology বলে

সুবিধা : ০১) এই টোপোলজির যেকোনো একটি Node নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্কের বাকি Node গুলো কার্যকর থাকে

০২) ডেটা চলাচলের গতি বেশি

০৩) সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টোপোলজির তুলনায় এর ডেটা নিরাপত্তা বেশি

০৪) যে কোন সময় এই টোপোলজিতে Node যুক্ত করা যায় আবার বাদও দেওয়া যায় , এতে নেটওয়ার্কের কোন প্রভাবিত হয় না

০৫) কো এক্সসিয়াল কেবিল এবং ফাইবার অপটিক্যাল কেবিল ব্যবহার করা যায়

অসুবিধা : ০১) এই টোপোলজির সুইচ, হাব সার্ভার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অকার্যকার হয়ে পড়ে

০২) Node গুলো পরস্পরের মাধ্যমে সরাসরি তথ্য আদান প্রদান করতে পারেনা

০৩) এই টপোলজিতে প্রচুর পরিমাণে Cable এবং কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয় বলে এটি ব্যয়বহুল



Tree Topology

যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলে

এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে

সুবিধা : ০১) এই নেটওয়ার্ক টোপোলজির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ

০২) নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না

০৩) ত্রুটি সনাক্তকরণ এবং সংশোধন খুব সহজ

০৪) কোনো Node নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে না

০৫) দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণ করা যায়

০৬) ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি

০৭) বড় ধরনের নেটওয়ার্ক গঠনে এই Topology খুবই কার্যকর

অসুবিধা : ০১) বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি

০২) রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে

০৩) অন্তরবর্তী কম্পিউটারগুলো নষ্ট হলে নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে

০৪) জটিল প্রকৃতির


Mesh Topology

যে টোপোলজিতে ডাটা ট্রান্সমিশন ব্যবস্থাপনা একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে ব্যবস্থাধীন থাকা অবস্থায় network কম্পিউটার সরাসরি একে অপরের সাথে তথ্য বিনিময় করতে পারে, তাকে মেশ টোপোলজি বলে

সুবিধা : ০১) নিরাপত্তা গোপনীয়তার রক্ষা করে

০২) ডাটা কমিউনিকেশনে নিশ্চয়তা থাকে

০৩) নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডাটা ট্রান্সমিশনের গতি কম হয় না

০৪) দুটি Node এর মাধ্যমে দ্রুত গতিতে তথ্য আদান-প্রদান করা যায়

০৫) নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়

০৬) কোন কম্পিউটার নষ্ট বা বিছিন্ন হলেও নেটওয়ার্ক সচল থাকে

অসুবিধা : ০১) নেটওয়ার্ক ইনস্টলেশন কনফিগারেশন জটিল

০২) নেটওয়ার্কে অতিরিক্ত লিংক স্থাপন করতে হয় নাহলে খরচ বেড়ে যায়

 


Hybrid Topology

বাস, স্টার, রিং ট্রি মেশ টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি বলে

সুবিধা : ০১) প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়

০২) যেকোনো একটি অংশ নষ্ট হয়ে গেলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায় না

অসুবিধা : ০১) এই নেটওয়ার্কের আর্কিটেকচার ডিজাইন করা খুব কঠিন

০২) Installation Configurationবেশ জটিল প্রকৃতির

০৩) ব্যয় খুব বেশি


More Pdf Download Link
Computer HTML Tags PDF Click Here
Layers of OSI Model Click Here

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

জুলাই ২৬, ২০২২

Computer HTML Tags PDF

Computer HTML Tags PDF

Computer HTML Tags PDF
Computer HTML Tags

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে Computer HTML Tags PDF, যেখানে Computer এর HTML Tag  সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 

এই তালিকার মধ্যে <HTML>, <Title>, <Head>, <Body>,< Br>, <OL>,<UL> Tag এর কাজ কি বা লেখা বোল্ট করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় বা Line Break দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় , এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

Computer HTML Tags PDF 

1. <HTML> :  HTML code শুরু করার ট্যাগ হলো এটি

2. <Title> : ডকুমেন্টে টাইটেল লিখতে ব্যবহৃত হয়

3. <Head> : document Heading লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এর মধ্যে Title Tag থাকে

4. <Body> : এর সাহায্যে Body তে যাবতীয় কাজগুলো করা যায় যেমন - Text, Pic Graphics

5. <Br> : Line Break দেওয়ার জন্য এবং নতুন লাইন তৈরি করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়

6. <B> :  লেখা মোটা বা Bold করার জন্য ব্যবহার করা হয়

7. <I> :  লেখা বাঁকানো বা Italic করার  ট্যাগ এটি

8. <U> : লেখার তলায় দাগ অথবা Underline দেওয়ার জন্য এই Tag ব্যবহার করা হয়

9. <H1><H2>.... <H6>  : এগুলি বিভিন্ন রকম Heading দেওয়ার কাজে ব্যবহৃত হয় H1 সব থেকে বড় এবং H6 সবথেকে ছোট

10. <P> :  HTML document paragraph তৈরি করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়

11. <OL> :  এই Tag টির পুরো নাম হল Order List ক্রম সংখ্যায় যুক্ত তালিকা তৈরি করার জন্য,…

12. <UL> : বুলেট যুক্ত তালিকা তৈরীর জন্য ব্যবহার হয়

13. <LI> : OL এবং UL Tag এর Sub Tag হল LI, এর পুরো নাম হল List Item

14. <A> : এই Tag টির নাম হল Anker, এই Tag টির সবচেয়ে গুরুত্বপূর্ণ Attribute হলো HREF অর্থাৎ hyperlink reference, অর্থাৎ যার মাধ্যমে আমরা Hyperlink তৈরি করি

15. <IMG> :  এর পুরো নাম হল image tag , picture যুক্ত করার জন্য এই Tag এর প্রয়োজন হয়, এই Tag এর সব থেকে গুরুত্বপূর্ণ Attribute হলো SRC অর্থাৎ Source এই source picture এর নাম দিতে হয় এবং এটি একটি Empty Tag

16. <HR> : অনুভূমিক লাইন টানার জন্য এই ট্যাগ ব্যবহার হয়

17. <FONT> : এই ট্যাগের দ্বারা Text এর আকৃতি, রং এবং লেখার নকশা পরিবর্তন করা হয়

18. <Table> : এই ট্যাগের সাহায্যে ডকুমেন্টে Table প্রস্তুত করা যায়

19. <Tr> : এটি Table এর Sub Tag, এর সাহায্যে Table এর  Row করা হয়

20. <TP> : এই ট্যাগটি Table এর Sub Tag, এর সাহায্যে টেবিলে তথ্য প্রেরণ করানো হয়

21. <Caption> : এটি Table এর Sub Tag এবং এর সাহায্যে Heading লেখা যায়

22. <TH> : এটি table এর Sub Tag, এর সাহায্যে Table এর Colum Heading করা হয়

23. <Frem>&<Frem set> : এই Tag এর দ্বারা Browser, Window কে একাধিক ভাগ করে একাধিক HTML page প্রদর্শন করা যায়

24. <Marquee> : এইটা ট্যাগের মাধ্যমে Text বা তথ্যকে Scroll বা নাড়াচড়া করানো যায়

25. <base> : এই ট্যাগটি HTML যত রকম URL আছে, তাদের প্রধান URL হিসাবে নির্বাচন করা

26. <Meta> : এই Tag টির কাজ হল ফাইলের তথ্য প্রদর্শন করা , যেমন - keywords description author of the documents , এই Tag মূলত browse বা  SEO এর জন্য ব্যবহার হয়

27. <Style> : এই ট্যাগতি CSS Code এর জন্য ব্যবহার করা হয় HTML এর Head section বা Attribute হিসাবে CSS Code লেখা যায়

28. <Article> : এই Tag টি HTML আর্টিকেল লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়

29. <Aside>:  এই ট্যাগটি এমain Content দেখার ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন - Article এর Short Link

30. <Header>:  এই Tag টি HTML এর Header অর্থাৎ উপরের অংশ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়

31. <Footer> : এই Tag টি HTML এর Footer বা নিচের অংশ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়

32. <dt> : এই Tag টি Description Term এর জন্য ব্যবহার করা হয়ে থাকে

33. <dl> : এই Tag টি Description List এর জন্য ব্যবহার করা হয়ে থাকে

34. <Figure> : self-contained  content কে নির্দেশ করে, যেমন - diagrams photos code listings

35. <P> : Paragraph লেখার জন্য ব্যবহার হয়

36. <Kbd> : Computer keyboard এর input দেখানোর জন্য ব্যবহার করা হয়

37. <Mark> : কোন লেখাকে Mark বা Highlight করার জন্য ব্যবহার করা হয়

38. <q> : কোন লেখাকে বামে এবং ডানে quotation mark করার ট্যাগ এটি

39. <S> : লেখার উপরে একটা লাইন টানা বা কাটার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়

40. <Small> : লেখা ছোট করে দেখানোর জন্য ব্যবহার করা হয়

41. <Wbr> : একটি বাক্যের line break দেওয়ার জন্য এই Tag ব্যবহার করা হয়

42. <tbody> : এই tag এর সাহায্যে টেবিলের body content কে গ্রুপে করা হয়

43. <Dialogue> : এই Tag এর সাহায্যে dialogue box বা window দেখানো হয়


File Name: Computer HTML Tags PDF

File Size: 03 Mb

File Formate: PDF

No Of Pages: 04

Download Pdf: Click To Download


More Mock Test Join Quiz
Layers of OSI Model Click Here
কম্পিউটারের বিভিন্ন শর্টকাট কী PDF  Click Here