Breaking









GENERAL KNOWLEDGE লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
GENERAL KNOWLEDGE লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ২৫, ২০২৩

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF । Indian Railway Zone

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF । Indian Railway Zone

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF । Indian Railway Zone
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা

WBPDF,

নমস্কার বন্ধুরা:-

আজ Wbpdf.in আপনাদের অন্ন নিয়ে এসেছে ভারতের বিভিন্ন রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তরের তালিকা, যেখানে উত্তর রেলওয়ে এর সদর দপ্তর থেকে শুরু করে পূর্ব উপকুল রেলওয়ে এর সদর দপ্তর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।

এই তালিকার মধ্যে ভারতের কলকাতা মেট্রোর সদর দপ্তর কোথায় অবস্থিত তথা মধ্য রেলওয়ে এর সদর দপ্তর বা পূর্ব উপকুল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত অতঃপর উত্তর-পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোন জায়গায় এছাড়া একটি দক্ষিণ-মধ্য রেলওয়ের উদাহরণ দাও সবশেষে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে এর সদর দপ্তরের তালিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি টেবিল আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিতকরুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in ।

ভারতের বিভিন্ন রেলওয়ে জোনের নাম ও তাদের সদর দপ্তর তালিকা PDF


রেলওয়ে সদর দপ্তর প্রতিষ্ঠা সাল
দক্ষিণ রেলওয়ে চেন্নাই 1951
উত্তর রেলওয়ে নিউ দিল্লি 1952
পূর্ব রেলওয়ে কলকাতা 1952
পশ্চিম রেলওয়ে চার্চ গেট, মুম্বই 1951
মধ্য রেলওয়ে মুম্বই 1951
উত্তর-পূর্ব রেলওয়ে গোরখপুর 1952
দক্ষিণ-পূর্ব রেলওয়ে গার্ডেনরিচ, কলকাতা 1955
উত্তর-পূর্ব রেলওয়ে মালিগাঁও, গোয়াহাটি 1958
দক্ষিণ-মধ্য রেলওয়ে সেকেন্দ্রাবাদ 1966
পূর্ব-মধ্য রেলওয়ে হাজিপুর 2002
উত্তর-পশ্চিম রেলওয়ে জয়পুর 2002
দক্ষিণ-উপকূল রেলওয়ে বিশাখাপত্তনম 2019
কলকাতা মেট্রো কলকাতা 2002
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে হুবলি 2003
উত্তর-মধ্য রেলওয়ে এলাহাবাদ 2003
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে বিলাসপুর 2003
পশ্চিম-মধ্য রেলওয়ে জব্বলপুর 2003
পূর্ব উপকূল রেলওয়ে ভুবনেশ্বর 2002

More Pdf Download Link
ভারতের আন্তর্জাতিক বিমান বন্দরের তালিকা PDF Click Here
পৃথিবীর বিখ্যাত সংস্থার মুখ্য কার্যালয় PDF Click Here

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

সেপ্টেম্বর ০৫, ২০২৩

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Aditya L1 Question Answer in Bengali

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Aditya L1 Question Answer in Bengali

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Aditya L1 Question Answer in Bengali
আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, Aditya L1 Question Answer in Bengali , যেখানে ভারত তথা ইসরোর সৌর মিশন Aditya L1 সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে।

এই তালিকার মধ্যে আদিত্য l1 সূর্যের কত কাছে যাবে তথা আদিত্য l1 মিশনের প্রধান বিজ্ঞানী কে মনোনীত হয়েছেন অতঃপর আদিত্য l1 এর মিশন কি এছাড়া Aditya-L1 PDF সবশেষে aditya-l1 launch date and time সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি টেবিল আকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

আদিত্য L1 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

01. আদিত্য শব্দের অর্থ কি ?

উত্তর: সূর্য

02. আদিত্য L 1 মিশন কি ?

উত্তর: সৌর মিশন

03. আদিত্য L 1 এর বাজেট কত ?

উত্তর : প্রায় 400 কোটি টাকা

04. আদিত্য L 1 এর পুরো কথাটি কি ?

উত্তর: Aditya Lagrangian Point 1.

05. এই সৌর মিশনটি কোন সংস্থা পরিচালনা করছে ?

উত্তর : ইসরো

06. Aditya L 1 কবে লঞ্চ করা হলো ?

উত্তর: 2nd September of 2023, 11:50 AM.

07. কোন রকেটের মাধ্যমে ভারতের এই প্রথম সূর্য যান টি লঞ্চ করা হলো ?

উত্তর: PSLV C57.

08. Aditya L1 এর Principal Scientist কে ?

উত্তর: Dr SankaraSubramaniam K.

09. এই সূর্যযান টি কোথা থেকে লঞ্চ করা হলো ?

উত্তর: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে

10. লাগারঞ্জ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে কতদিন লাগবে ?

উত্তর : 125 দিন

11. Aditya L1 মিশনের প্রধান উদ্দেশ্য কি ?

উত্তর : সূর্যের কোরোনা অংশের গতিবিধি, সৌর ঝড় ও মহাকাশ এবং পৃথিবীতে তার প্রভাব সম্পর্কে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে পাঠানো।

12. Aditya L1 মিশনে মত কতগুলি বৈজ্ঞানিক যন্ত্রসমূহ কাজ করছে ?

উত্তর : মোট 7 টি (VELC, SUIT, ADPEX, PAPA, SoLEXS, HEL1OS ও Magnetometer).

13. এই সৌরযান টির মোট ওজন কত ?

উত্তর : 1475 কিলো

14. L1 পয়েন্টে পৌঁছানোর আগে প্রাথমিকভাবে কোন অরবিটে আদিত্য কে রাখা হবে ?

উত্তর: Low Earth Orbit.

15. পৃথিবী সূর্যের মাঝে মোট কতগুলি লাগারাঞ্জ রয়েছে ?

উত্তর: 5 টি

16. কবে লাগারাঞ্জ পয়েন্ট আবিষ্কৃত হয় ?

উত্তর: 1772 সালে

17. পৃথিবীতে প্রতিদিন মোট কতগুলি করে ফটো পাঠাতে পারবে VELC ?

উত্তর : 1440 টি

18. কবে প্রথম Aditya L 1 এর ধারণা গঠন করা হলো ?

উত্তর: 2008 সালে

19. কোন কক্ষপথে Aditya L1 কে রাখা হয়েছে ?

উত্তর: Halo Orbit.

20. পৃথিবী থেকে Lagrangian Point 1 কত দূরে অবস্থিত ?

উত্তর: 1.5 মিলিয়ন কিলোমিটার


More Pdf Download Link
চন্দ্রযান - ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Click Here

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

আগস্ট ২৪, ২০২৩

চন্দ্রযান - ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

চন্দ্রযান - ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

চন্দ্রযান - ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
চন্দ্রযান - ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


WBPDF

নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে চন্দ্রযান - ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর , যেখানে চন্দ্রযান ০৩ এর ল্যান্ডার বিক্রম, রোভার, প্রজ্ঞান, ইসরো সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর  এই তালিকায় তুলে ধরা হয়েছে।, 

এই তালিকার মধ্যে চন্দ্রযান ৩ চাঁদের কোন মেরুতে অবতরণ করলো তথা এই মিশনের প্রধান উদ্দেশ্য কী সহ ইসরোর বর্তমান চেয়ারম্যান কে বা চন্দ্রযান ৩ -এ কয়টি মডিউল রয়েছে ও কী কী অতঃপর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা কততম দেশ হলো ভারত , চন্দ্রযান ০৩ কত দিন চাঁদের দক্ষিণ মেরুতে কাজ করবে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।

চন্দ্রযান - ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

০১) কবে চন্দ্রযান লঞ্চ করা হয়েছে ?

উত্তর.  ১৪ই জুলাই ২০২৩

০২) কোথা থেকে লঞ্চ করা হয়েছে ?

উত্তর. অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে

০৩) কটার সময় চন্দ্রযান লঞ্চ করা হয়েছে ?

উত্তর. দুপুর ২টো ৩৫ মিনিটে

০৪) চন্দ্রযান এর মোট ওজন কত ?

উত্তর. ৩৯০০ কেজি

০৫) কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ?

উত্তর. LMV3-M4 বা GSLV Mark 3 রকেট

০৬) চন্দ্রযান চাঁদের কোন মেরুতে অবতরণ করলো ?

উত্তর. দক্ষিণ মেরুতে

০৭) চন্দ্রযান মিশনের প্রধান উদ্দেশ্য কী ?

উত্তর.  চন্দ্রযান ৩-কে চাঁদের মাটিতে নিরাপদ এবং সফলভাবে অবতরণ করানো, চন্দ্রপৃষ্ঠের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা। পাশাপাশি চাঁদের মাটিতে একটি রোভার অপারেশন করাও এই মিশনের অন্যতম উদ্দেশ্য।

০৮) চন্দ্রযান - কয়টি মডিউল রয়েছে কী কী ?

উত্তর. ৩টি,  একটি ল্যান্ডার মডিউল, দ্বিতীয়টি প্রপালশন মডিউল ও অন্যটি রোভার।

০৯) রোভারটির নাম কী ?

উত্তর. প্রজ্ঞান

১০) ল্যান্ডারটির নাম কী ?

উত্তর. বিক্রম

১১) কার নাম অনুসারে ল্যান্ডারের নাম রাখা হয়েছে বিক্রম ?

উত্তর. ডঃ বিক্রম আম্বালাল সারাভাই এর নামানুসারেই চন্দ্রযানের ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম। তিনি ছিলেন ইসরোর প্রাণপুরুষ। তাকে শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরো।

১২) চন্দ্রযান এর খরচ কত ?

উত্তর. ৬১৫ কোটি টাকা

১৩) চন্দ্রযান কবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছালো ?

উত্তর. ২৩শে আগস্ট ২০২৩

১৪) LMV3-এর পুরো কথা কী ?

উত্তর. Launch Vehicle Mark-III.

১৫) চন্দ্রযান মিশনের নেতৃত্ব দিয়েছেন কে ?

উত্তর. ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব

১৬) ভারতেররকেট ওম্যাননামে পরিচিত  কে ?

উত্তর. ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব

১৭)  মিশন চন্দ্রযান কোন সংস্থা লঞ্চ করেছে ?

উত্তর. ইসরো (ISRO)

১৮) চন্দ্রযান মিশনের থিম কী ?

উত্তর. Science of the Moon.

১৯) ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?

উত্তর. এস. সোমনাথ

২০) ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর. বেঙ্গালুরু

২১) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা কততম দেশ হলো ভারত ?

উত্তর. প্রথম

২২) চন্দ্রযান - মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর. ডক্টর কে শিবান

২৩) চন্দ্রযান - মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর. জি মাধবন

২৪) চন্দ্রযান ০৩ মিশনের রকেট ইঞ্জিনের নাম কি ?

উত্তর. CE - 20 ক্রায়োজেনিক ইঞ্জিন

২৫) চন্দ্রযান ০৩ কত দিন চাঁদের দক্ষিণ মেরুতে কাজ করবে ?

উত্তর. ১৪ দিন



More Pdf Download Link
বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র PDF Click Here

রবিবার, ৩০ জুলাই, ২০২৩

জুলাই ৩০, ২০২৩

ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের আসল নাম তালিকা

ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের আসল নাম তালিকা 

ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের আসল নাম তালিকা
ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের আসল নাম তালিকা 


WBPDF

নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের আসল নাম তালিকা , যেখানে ভারতীয় বাংলা অভিনেতা ও কলকাতার নায়িকাদের আসল নামের তালিকার গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 


এই তালিকার মধ্যে ভারতীয় বাংলা অভিনেতাদের তথা কলকাতার অভিনেতাদের তালিকা সহ ভারতীয় বাংলা নায়িকাদের আসল নামের তালিকা বা উত্তম কুমারের আসল নাম কি, দিলীপ কুমারের আসল নাম কি অতঃপর জিৎ এর আসল নাম কি, মিঠুন চক্রবর্তীর আসল নাম কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের আসল নাম তালিকা 


পরিচিত নাম আসল নাম
গোবিন্দা গোবিন্দ অরুণ অহুজা
রজনীকান্ত শিবাজী রাও গাইকওয়াড়
দিলীপকুমার মোহাম্মদ ইউসুফখান
উত্তম কুমার অরুন কুমার চ্যাটার্জি
নানা পাটেকর বিশ্বনাথ পাটেকর
অমিতাভ বচ্চন ইনকিলাব শ্রীবাস্তব
রাজেশ খান্না যতীন খান্না
সুচিত্রা সেন রমাদাশ গুপ্ত
অজয় দেবগন বিশালবিরু দেবগন
মিঠুন চক্রবর্তী গৌরাঙ্গ চক্রবর্তী
অক্ষয় কুমার রাজিবহরি ও মভাটিয়া
রাজকাপুর রনবীররাজ পৃথ্বীরাজ কাপুর
দেবআনন্দ ধরমদেবপিশরীমাল আনন্দ
জনিলিভার জন প্রকাশরাও জানুমালা
শ্রীদেবী শ্রী আম্মাইযাঙগারআয়াপ্পন
টাইগার শ্রফ জয় হেমন্তশ্রফ
জন আব্রাহাম ফারহান আব্রাহাম
জিতেন্দ্র রবি কাপুর
সাইফ আলি খান সাজিদ আলি খান
চাঙ্কি পান্ডে সুয়াস শরদ পান্ডে
রেখা ভানুরেখা গণেশন
নার্গিস ফাতিমা রশিদ
প্রীতিজিন্টা প্রীতমসিং জিন্টা
শিল্পাশেট্টি আশ্বিনিশেট্টি
ধনুশ ভেঙ্কটেশপ্রভু কস্তুরী রাজা
অনুষ্কা সুইটি শেট্টি
কমল হাসান পার্থসারথি শ্রীনিবাসন
রাজকাপুর কুলভূষণ পন্ডিত
সানি দেওল অজয় সিং দেওল
গুরুদত্ত বসন্ত কুমার শিবশংকর পাডুকন
প্রভাস ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজুউপ্পালাপতি
সালমান খান আব্দুর রশিদ সেলিম সলমান খান
রামচরণ কনিদেলা রামচরণ তেজা
সামী কাপুর শামসের রাজকাপুর
ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা টরকট
মল্লিকা শেরাওয়াত রিমালাম্বা
মধুবালা বেগম মমতাজ জেহানদেহলভী
জিৎ জিতেন্দ্র মদনানী
শক্তিকাপুর সুনীল সিকান্দার লালকাপুর
দেব দীপক অধিকারী
সানিলিওনি করনজিৎ কৌরভোরা
জ্যাকি শ্রফ জয়কিষান কাকুভাই
আমির খান মোহাম্মদ আমির হোসেন খান
রণবীরসিং রণবীর সিং ভানানি
চিরঞ্জিত চ্যাটার্জী দীপক চ্যাটার্জী

File Name: ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের আসল নাম তালিকা 
File Size: 353 Kb
File Formate: Pdf
No Of Pages: 02
Download Pdf : Click To Download

More Pdf Download Link
সকল কবিদের জন্ম ও মৃত্যু সাল Click Here

শনিবার, ২২ জুলাই, ২০২৩

জুলাই ২২, ২০২৩

ভারতের প্রথম মহিলা PDF : List of First Female in India PDF

ভারতের প্রথম মহিলা PDF : List of First Female in India PDF

ভারতের প্রথম মহিলা PDF : List of First Female in India PDF
ভারতের প্রথম মহিলা PDF


WBPDF

নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের প্রথম মহিলা PDF : List of First Female in India PDF , যেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে ।

এই তালিকার মধ্যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি তথা ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিলেন অতঃপর ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম , ভারতের প্রথম মহিলা গভর্নর কে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন, ভারতের প্রথম মহিলা বিদেশ মন্ত্রী কে ছিলেন, ভারতের প্রথম মহিলা পাইলট কে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


ভারতের প্রথম মহিলা PDF


01. প্রথম মহিলা কংগ্রেস সভাপতি : সরোজিনী নাইডু

02. প্রথম মহিলা পাইলট : দূর্বা ব্যানার্জি

03. প্রথম মহিলা প্রধানমন্ত্রী : ইন্দিরা গান্ধী

04. প্রথম মহিলা মুখ্যমন্ত্রী : সুচেতা কৃপালিনী

05. প্রথম সবাক সিনেমা অভিনেত্রী : জুবাইদা

06. প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী : নার্গিস দত্ত (1958)

07. প্রথম ভারতীয় সংগীত শিল্পী যিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ ভারতরত্ন পেয়েছেন: শুভালক্ষী

08. প্রথম জ্ঞানপীঠ জয়ী লেখিকা : আশাপূর্ণা দেবী (1976)

09. প্রথম 'মিস ওয়ার্ল্ড' : রিতা ফারিয়া (1966)

10. প্রথম 'মিস ইউনিভার্স' : সুস্মিতা সেন

11. প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী: দেবিকা রানী রোইরিচ

12. প্রথম IPS : কিরণ বেদি (1974)

13. প্রথম এভারেস্ট জয়ী : বাচেন্দ্রি পাল

14. প্রথম 2 বার এভারেস্ট জয়ী : সন্তোষী যাদব

15. প্রথম ইংলিশ চ্যানেল জয়ী : আরতি সাহা (1959)

16. প্রথম স্পিকার : সুশীলা আয়ার

17. প্রথম মহিলা রাষ্ট্রপতি : দেবী সিংহ পাটিল(2007)

18. প্রথম হাইকোর্টের বিচারপতি : আন্না চন্ডী

19. প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি : মীর সাহেব ফাতেমা বিবি

20. প্রথম জিব্রাল্টার প্রণালী বিজয়িনী : আরতি প্রধান

21. প্রথম ইংরেজি ভাষার কবি : তরু দত্ত

22. প্রথম নির্বাচন কমিশনার : রমা দেবী

23. প্রথম চিত্রকর : সুনয়নী দেবী

24. প্রথম রাজ্যসভার সদস্য : নার্গিস দত্ত

25. প্রথম ভারতরত্ন ভূষিত : ইন্দিরা গান্ধী

26. প্রথম আন্টার্কটিকা অভিযানকারী : ডঃ কানোয়াল ভিকু

27. প্রথম বুকার পুরস্কার জয়ী : অরুন্ধতী রায়

28. প্রথম নোবেল পুরস্কার বিজয়ী : মাদার টেরেসা

29. প্রথম অলিম্পিক বিজয়ী (ভার উত্তোলন) : কর্ণম মালেস্বরি

30. প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর : জে. কে. উদেশি

31. প্রথম মার্চেন্ট নেভি অফিসার : সোনালী ব্যানার্জি

32. প্রথম স্থল বাহিনীর Lieutenant General : পুনিতা অরোরা

33. প্রথম Indian AirLines এর Chairperson and Managing Director : সুষমা চাওলা

34. প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন : অঞ্জু ববি জর্জ

35. প্রথম নৌ বাহিনী Vice-Admiral : পুনিতা অরোরা


File Name: ভারতের প্রথম মহিলা PDF

File Size: 0.54 Kb

File Formate: Pdf

No Of Pages: 02

Download Pdf: Click To Download


More Pdf Download Link
ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তালিকা ২০২২ PDF Click Here

শনিবার, ১৫ জুলাই, ২০২৩

জুলাই ১৫, ২০২৩

চন্দ্রযান - 3 : chandrayaan-3 launch vehicle in Bengali

চন্দ্রযান - 3 : chandrayaan-3 launch vehicle in Bengali

চন্দ্রযান - 3 : chandrayaan-3 launch vehicle in Bengali
চন্দ্রযান - 3


WBPDF

নমস্কার বন্ধুরা: 

আজ wbpdf নিয়ে এসেছে চন্দ্রযান -3 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকের এই দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হয়ে দাঁড়ালো। বহু প্রতিক্ষার পর অন্ধ্রপ্রদেশের শ্রী সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শুক্রবার দুপুর ০২.৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান - 3। দীর্ঘ চার বছর পর চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফলভাবে ল্যান্ডিংয়ের উপর প্রবল আশাবাদী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তথা সারা ভারতবর্ষ ।

চন্দ্রযান- ৩ হল ভারতবর্ষের তৃতীয় চন্দ্র। সবচেয়ে ভারী রকেট LVM- 3 এর মাধ্যমে উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। চন্দ্রযান-৩ ভারতীয় অনুবেদক উপগ্রহ। এটি ভারতীয় অনুবেদক উপগ্রহ প্রকল্প হিসাবে চন্দ্রযান-২ এর পরবর্তী সংস্করণ। চন্দ্রযান-৩ ভারতীয় রাষ্ট্রীয় মহাকর্ষ উপগ্রহ কেন্দ্র (ISRO) এর পরিচালিত হয়েছে।উপগ্রহটির উদ্দেশ্য মূলত চাঁদের পৃথিবীর উপর ভিত্তি পেতে এবং চাঁদের সাপেক্ষে ভারতের উপস্থিতিকে অনুমান করা

চন্দ্রযান-৩ পর্যটনযান ও অনুসন্ধানের জন্য নতুন প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করবে।চন্দ্রযান-৩ মিশনের প্রধান উপগ্রহ হবে মহাকর্ষ উপগ্রহ (Orbiter)। এটি চাঁদের পর্যটনযান ও অনুসন্ধান প্রক্রিয়ায় সহায়তা করবে। উপগ্রহটি চাঁদের আকার, কমপক্ষে ৬ মাসের জন্য চাঁদের কক্ষের উপর স্থায়ীভাবে বসানো হবে। চন্দ্রযান-৩ এর সঙ্গে অনুবেদক উপগ্রহ মডিউল (Lander) ও রোভাট (Rover) সহ যুক্ত থাকবে। রোভাটটি চাঁদের সৃজনশীল পৃথিবী এবং চাঁদের পৃথিবীর ভেতরে যানে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করবে।এই মিশনের প্রথম পর্ব হবে মহাকর্ষ উপগ্রহটি চাঁদের কক্ষের উপর স্থায়ীভাবে বসানো এবং রোবট সহ অন্যান্য নির্দিষ্ট কাজগুলি সম্পন্ন করা।

 এই পর্বে মিশনের পরামর্শক বলছেন, চন্দ্রযান-৩ মিশন সম্পন্ন করার পরে ভারত চাঁদের উপরে মানবকে পাঠানোর পরিকল্পনা করছে।মিশনের পরামর্শকরা চাঁদের উপরে অনুসন্ধানের মাধ্যমে নতুন জ্ঞান সংগ্রহ করবেন এবং চাঁদের আকার ও গ্রহণযোগ্যতা নিয়ে মানব নিগমের জন্য উপযুক্ত তথ্য প্রদান করবেন।

চাঁদের বুকে কবে পৌঁছবে চন্দ্রযান 3 ?

ভারতীয়  Space Scientist-রা ভারতীয় মহাকাশ গবেষণা বিজ্ঞানীরা জানিয়েছেন যে সমস্ত কাজ যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে আজ থেকে প্রায় 12 দিন পর চন্দ্রযান-৩ চাঁদের বুকে নেমে পড়বে। এবারে ভারতবর্ষ যদি সফল হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থতম সফলভাবে চাঁদে পদার্পণ করবে ভারতবর্ষ।

চন্দ্রযান- ৩ এর খরচ কত হবে?

অবাক করার মতো কথা এই যে , চন্দ্রযান 3 এর খরচ খুবই কম। আজ থেকে 58 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে Appolo 11 লঞ্চ করেছিল তার খরচ পড়েছিল 2861 কোটি 61 লক্ষ টাকা। এবারের চন্দ্রযান 3 এর খরচ পড়েছে প্রায় 615 কোটি টাকা। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের এই 4 বছর ধরে এই কঠোর প্রচেষ্টায় চন্দ্রযান 3 এ সমস্ত কাজ সম্পন্ন করে দিয়েছে।

চাঁদে যাওয়ার পর এর প্রধান উদ্দেশ্য কি হবে?

চন্দ্রযান 3 এর চাঁদে যাওয়ার পেছনে প্রধান উদ্দেশ্য এই যে, তারা সেখানে পৌঁছে সেখানকার আবহাওয়া, জল,মাটি,বাতাস ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ISRO তে পাঠাবে। এই সমস্ত তথ্য ভারতবর্ষের তথা গোটা বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। 


More PDF Download Link
সৌরজগতের বিভিন্ন গ্রহ PDF Click Here