Breaking









HISTORICAL EMPIRE - ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
HISTORICAL EMPIRE - ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ মার্চ, ২০২২

মার্চ ২১, ২০২২

বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি PDF

 বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি 

বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি PDF
বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি 

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি PDF, যেখানে বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।


হস্তীগুম্ফা লিপি সম্পর্কে তথ্য :

উত্তর. হস্তীগুম্ফা লিপি হলো একটি প্রাচীন শিলালিপি, ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরের নিকটবর্তী উদয়গিরি পাহাড়ের দক্ষিণ দিকে চোদ্দো নম্বর গুহার দেওয়ালে হস্তীগুম্ফা লিপি খোদাই করা হয়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে কলিঙ্গরাজ খারবেল মধ্য পশ্চিম প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে খোদায় করে এই লিপি

এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর. সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ এলাহাবাদ প্রশস্তি রচনা করেন।

সারনাথ সম্ভলিপি :

উত্তর. ২৫০ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোক সারনাথ নামক স্থানে অশোক চক্রের উপর এই ভাস্কর্যটি নির্মাণ করেন।

আইহোল প্রশস্তি কে নির্মাণ করেন ?

উত্তর. চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন।


কোন রাজার আমলে জুনাগড় লিপি রচিত হয় ?

উত্তর. শক সম্রাট রুদ্রদামনের আমলে জুনাগড় লিপি রচিত হয় ।

ধৌলি স্তম্ভ লিপি কোন রাজার আমলে রচিত হয় ?

উত্তর. সম্রাট অশোকের আমলে ধৌলি স্তম্ভ লিপি রচিত হয়।

নাসিক লিপি কে রচনা করেন ?

উত্তর. গৌতমী পুত্র সাতকর্ণী নাসির লিপি নির্মাণ করেন।

এছাড়াও এই তালিকার মধ্যে কলিঙ্গ লিপি, সাঁচি লিপি, মানসর স্তম্ভলিপি, দেওয়াপারা প্রশস্তি, মান্দাসোর প্রশস্তি, নানাঘাট স্তম্বলিপি ও হরহ স্তম্ভলিপি কোন রাজার আমলে নির্মাণ করা হয় অতঃপর সম্রাট অশোক, কলিঙ্গরাজ খারবেল,  গৌতমী পুত্র সাতকর্ণী, সমুদ্র গুপ্ত ও বিজয় সেনের আমলে কোন লিপি নির্মাণ করা হয়, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি


লিপি/প্রশস্তি রাজার নাম
সারনাথ অশোক
গিরনার অশোক
কলিঙ্গ লিপি অশোক
ধৌলি অশোক
সাঁচি অশোক
দেবী অশোক
কৌশম্বি লিপি অশোক
রূপনাথ অশোক
দিল্লি মিরাট অশোক
দিল্লি ও শিবালিক অশোক
যৌগান অশোক
রাধিয় অশোক
মানসর অশোক
কলসি অশোক
ঘুনাই লিপি অশোক
শাহাবাজগড়ি অশোক
হস্তীগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেল
আইহোল শিলালিপি দ্বিতীয় পুলকেশী
এলাহাবাদ স্তম্ভলিপি সমুদ্র গুপ্ত
গোয়ালিয়র প্রশস্তি ভোজরাজ
নাসিক লিপি গৌতমীপুত্র সাতকর্ণী
গিরিনগর শিলালিপি মহাক্ষত্রপ রুদ্রদামন
মান্দাসোর প্রশস্তি যশবর্ধন
নানাঘাট লিপি প্রথম সাতকর্ণী
জুনাগড় লিপি মহাক্ষত্রপ রুদ্রদামন
দেওপাড়া প্রশস্তি বিজয় সেন
কাসাক্কুদি মহেন্দ্রবর্মন
হরহ লিপি ঈশান বর্মা
গজম লিপি শশাঙ্ক

File Name: বিভিন্ন রাজার আমলে প্রশস্তি/লিপি

File Size: 1.4 Mb

File Formate: Pdf

File Page: 2

Download Pdf: Click To Download


More Pdf Download Link
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Click Here
প্রাচীন যুগের রাজবংশের প্রতিষ্ঠাতা ও বংশধর Click Here

বুধবার, ২ জুন, ২০২১

জুন ০২, ২০২১

বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF DOWNLOAD

বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা

বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF DOWNLOAD
বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF DOWNLOAD

👉WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in এর তরফ থেকে নতুন একটি জেনারেল নলেজ নিয়ে আসা হয়েছে যেখানে বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্যে (বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDF DOWNLOAD) সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বংশের প্রতিষ্ঠাতা কে, বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সমস্ত বিষয়টি তুলে ধরা হয়েছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে আপনাদের প্রদান করা হচ্ছে যাতে আপনারা যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি খুব সহজেই অনলাইনে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে নিতে পারেন আরো এই ধরনের জেনারেল নলেজ অথবা স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের কাছে আনতে পারি তার জন্য আমাদের প্রচুর পরিমাণে উৎসাহিত করুন কমেন্ট করুন শেয়ার করুন পোস্টটিকে, আর অবশ্যই ফলো করুন Wbpdf.in


নিম্নে উল্লেখিত নমুনা



বংশ

প্রতিষ্ঠাতা

শ্রেষ্ঠ সম্রাট

পাল বংশ

গোপাল

গোবিন্দ পাল, মদন পাল, দেবপাল

মুঘল বংশ

বাবর

দ্বিতীয় বাহাদুর শাহ, আকবর

কুষান বংশ

প্রথম কদফিসেস

দ্বিতীয় বাসুদেব, কনিষ্ক

পল্লব বংশ

শিবস্কন্দ বর্মন

অপরাজিত বর্মন, প্রথম নরসিংহ বর্মন

গুপ্ত বংশ

শ্রীগুপ্ত

দ্বিতীয় জীবিত গুপ্ত, সমুদ্র গুপ্ত

চালুক্য বংশ

প্রথম পুলকেশী

দ্বিতীয় কীর্তিবর্মন, দ্বিতীয় পুলকেশী

চোল বংশ

বিজয়ালয় চোল

তৃতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল

দাস বংশ

কুতুবউদ্দিন আইবক

মইজুদ্দিন কায়কোবাদ, ইলতুৎমিস

তুঘলক বংশ

গিয়াসউদ্দিন তুঘলক

নাসিরউদ্দিন মামুদ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক

হর্ষাঙ্ক বংশ

বিম্বিসার

নাগদাস, অজাতশত্রু

নন্দ বংশ

মহাপদ্মনন্দ

ধননন্দ, ধননন্দ

খলজি বংশ

জালালউদ্দীন ফিরোজ খলজি

কুতুবউদ্দিন মুবারক খলজি, আলউদ্দিন খলজি

মৌর্য বংশ

চন্দ্রগুপ্ত মৌর্য

বৃহদ্রত, অশোক

সাতবাহন বংশ

সিমুক

যগ্যশ্রী সাতকর্নি, গৌতমীপুত্র সাতকর্নি

সৈয়দ বংশ

খিজির খাঁ

  আলাউদ্দিন আলম শাহ, মোবারক শাহ

পুষ্যভূতি বংশ

প্রভাকর বর্মন

হর্ষবর্ধন, হর্ষবর্ধন

সেন বংশ

হেমন্ত সেন

লক্ষণ সেন, বিজয় সেন

সুর বংশ

শেরশাহ সুরি

আলিদ শাহ সুরি, শেরশাহ

লোদী বংশ

বহলুল লোদী

ইব্রাহিম লোদী, সিকন্দর লোদী


File Size: 425Kb

File Formate: Pdf

File Page: 2

Download Pdf: Click To Download



More Pdf Download Link
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য PDF Click Here
বিখ্যাত পত্রপত্রিকা ও তার লেখক তালিকা PDF Click Here