কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF
কে কাকে শপথ বাক্য পাঠ করান
![]() |
কে কাকে শপথ বাক্য পাঠ করান |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে কে কাকে শপথ বাক্য পাঠ করান তালিকা , যেখানে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে এই তালিকার গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে,
এই তালিকার মধ্যে স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে তথা সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান সহ অ্যাটর্নি জেনারেল কে শপথ বাক্য পাঠ করান কে বা উপরাষ্ট্রপতি কে শপথ বাক্য কে পাঠ করান, সংসদ সদস্যদের শপথ বাক্য pdf অতঃপর বাংলাদেশে কে কাকে শপথ বাক্য পাঠ করান , রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান কে এবং প্রধান বিচারপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
কে কাকে শপথ বাক্য পাঠ করান
পদ | শপথ বাক্য পাঠ করান |
---|---|
রাষ্ট্রপতি | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি |
উপরাষ্ট্রপতি | রাষ্ট্রপতি |
প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
সুপ্রিম কোর্টের বিচারপতি | রাষ্ট্রপতি |
মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
রাজ্যপাল | সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি |
লোকসভার স্পিকার | রাষ্ট্রপতি |
লোকসভার ডেপুটি স্পিকার | রাষ্ট্রপতি |
মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
অ্যাটর্নি জেনারেল | রাষ্ট্রপতি |
CAG | রাষ্ট্রপতি |
PSC চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের সদস্য | প্রধানমন্ত্রী |
RBI গভর্নর | রাষ্ট্রপতি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | রাজ্যপাল |
এডভোকেট জেনারেল | রাজ্যপাল |
MLA | রাজ্যপাল |
MP | রাষ্ট্রপতি |
More Pdf | Download Link |
বিভিন্ন দেশের অনুকরণে ভারতীয় সংবিধান PDF | Click Here |
ভারতীয় সংবিধানের উল্লেখিত বয়স সীমা তালিকা PDF | Click Here |