Breaking









INDIAN HISTORY লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
INDIAN HISTORY লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মার্চ ১৩, ২০২৩

ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা

ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা

ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা
ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা

WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকাযেখানে ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য, প্রতিষ্ঠাতা এবং অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 
এই তালিকার মধ্যে বুলান্দ দারওয়াজা, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, জগন্নাথ মন্দির কোথায় এবং কে প্রতিষ্ঠা করেন তথা নরসিংহদেব কোনারক সূর্য মন্দির কোথায় প্রতিষ্ঠা করেন বা সম্রাট অশোকের বিখ্যাত স্থাপত্যের নাম কি অতঃপর আকবরের বিখ্যাত স্থাপত্যের নাম কি ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ভারতের বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা

নাম প্রতিষ্ঠাতা অবস্থান
কাবুলের জামী মসজিদ বাবর উত্তর-পশ্চিম আফগানিস্তান
আগ্রা ফোর্ট আকবর আগ্রা, উত্তরপ্রদেশ
ফতেপুর সিক্রি আকবর আগ্রা, উত্তরপ্রদেশ
এলাহাবাদ দুর্গ আকবর এলাহাবাদ, উত্তরপ্রদেশ
গোয়ালিয়র দুর্গ আকবর গোয়ালিয়র, মধ্যপ্রদেশ
বুলন্দ দরওয়াজা আকবর আগ্রা, উত্তরপ্রদেশ
নাসিমবাগ আকবর শ্রীনগর, জম্মু ও কাশ্মীর
পঞ্চমহল আকবর ফতেপুর সিক্রি
আকবরের সমাধি জাহাঙ্গীর আগ্রা, উত্তরপ্রদেশ
ইতমাত-উদ্দৌলা জাহাঙ্গীর
নিশাত উদ্যান জাহাঙ্গীর শ্রীনগর, জম্মু ও কাশ্মীর
শালিমার বাগ জাহাঙ্গীর শ্রীনগর, জম্মু ও কাশ্মীর
দেওয়ান-ই-খাস শাহজাহান আগ্রা , উত্তরপ্রদেশ
জামা মসজিদ শাহজাহান দিল্লি
তাজমহল শাহজাহান আগ্রা , উত্তরপ্রদেশ
মতি মসজিদ শাহজাহান আগ্রা, উত্তরপ্রদেশ
লাল কেল্লা শাহজাহান দিল্লি
দেওয়ানি আম শাহজাহান আগ্রা, উত্তরপ্রদেশ
ময়ূর সিংহাসন শাহজাহান দিল্লি
নিসাতবাগ শাহজাহান শ্রীনগর, জম্মু ও কাশ্মীর
বড় ইমামবাগ নবাব আসফ উদদৌল্লা লখনৌ,উত্তরপ্রদেশ
আনন্দ ভবন মতিলাল নেহরু এলাহাবাদ, উত্তরপ্রদেশtd>
হুমায়ূনের সমাধি হুমায়ূনের স্ত্রী দিল্লি
হজখাস আলাউদ্দিন খলজি দিল্লি
বিবি-কা-মকবরা ঔরঙ্গজেব ঔরঙ্গাবাদ
দিলওয়ারা জৈনমন্দির সিদ্ধারাজা মাউন্ট আবু, রাজস্থান
গোল গম্বুজ মোহাম্মদ আদিল শাহ
গ্লোবারলবণ সোদকসোডিয়ামসালফেট NA2, CO3,10H2O প্রস্তুতিতে
স্বর্ণ মন্দির গুরু রামদাস অমৃতসর, পাঞ্জাব
অজন্তা গুহা গুপ্ত শাসক ঔরঙগাবাদ, মহারাষ্ট্র
ফিরোজ শাহ কোটলা ফিরোজশাহ তুঘলক
জগন্নাথ মন্দির অনন্ত বর্মা ভুবনেশ্বর, ওড়িশা
পুরানা কিল্লা শেরশাহ
বড়সোন মন্দির হুসেন শাহ মালদা, পশ্চিমবঙ্গ
যন্তর মন্তর সওয়াই জয় সিং জয়পুর, রাজস্থান
কোনারক সূর্য মন্দির নরসিংহদেব পুরী, ওড়িশা
শেরশাহ সুরির সমাধি শেরশাহ এর পুত্র ইসলাম শাহর শাসনকালে স্থাপিত হয়েছিল সাসারাম, বিহার
বিজয় স্তম্ভ মহারানা কুম্ভ চিতরগড়, রাজস্থান
চারমিনার মহ: কুলি কুতুবশাহ হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ
গোয়ালিয়ার ফোর্ট রাজা মানসিং গোয়ালিয়ার, মধ্যপ্রদেশ
সারনাথ সম্রাট অশোক বারানসি, উত্তর প্রদেশ td>
কুতুব মিনার ইলতুৎমিস দিল্লি
হাজারদুয়ারি নবাব নাজিম হুমায়ুঞ্জা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
গোলকুণ্ডা ফোর্ট কাকতীয় রাজা গণপতি হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ
সাঁচি স্তুপ সম্রাট অশোক মধ্যপ্রদেশ
খাজুরাহো মন্দির চান্দেল বংশ মধ্যপ্রদেশ
মক্কা মসজিদ আব্দুল্লাহ কুতুবশাহী হায়দ্রাবাদ
মহাবলিপুরম মহেন্দ্রবর্মন পল্লব, প্রথম নরসিংহ বর্মন তামিলনাড়ু
দ্রিনাথ মন্দির গাধোঁয়ালের রাজা বদ্রিনাথ
আদিনা মসজিদ সিকন্দর শাহ পান্ডুয়া
কৈলাসনাথ মন্দির - দ্বিতীয় নরসিংহ বর্মন কাঞ্চি
পেশোয়ার বৌদ্ধমঠ কণিষ্ক পেশোয়া
মহাবলিপুরমের রথ প্রথম নরসিংহ বর্মন মহাবলিপুরম
নৃসিংহ মন্দির যজাতি কেশরী ওড়িশা
বৌদ্ধস্তুপ অজাতশত্রু রাজগীর
উদয়গিরি, খন্ডগিরি জৈন স্থপতি খারবেল ওড়িশা


More Pdf Download Link
বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা PDF Click Here

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

ফেব্রুয়ারী ১৫, ২০২৩

বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা PDF

বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা PDF

বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা PDF
বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা PDF, যেখানে রেলওয়ে গ্রুপ ডি এর বিগত বছরগুলিতে আসা কিছু গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো RRB Group-D প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।


আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর. ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতাতে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল ভারতের একটি দার্শনিক আলোচনা কেন্দ্র অর্থাৎ দার্শনিক বিষয়ের বিতর্ক ও আলোচনার অধিবেশন ও পরিচালনা করা


ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ? 

উত্তর. ১৮২৮ সালের ২০ আগস্ট একেশ্বরবাদ প্রচার এর উদ্দেশ্যে রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজের সমাজের মূল উদ্দেশ্য ছিল ধর্ম সাধনার মূল ভিত্তি। ১৮৩৩ সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন।


প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর. ১৮৬৭ সালে মানুষদের মধ্যে একেশ্বরবাদ বিশ্বাস করানোর উদ্দেশ্যে দাদোবা পান্ডুরং এবং তার ভাই আত্মরাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন এবং এরপরে মহাদেব গোবিন্দ রানাডে এই দলে যুক্ত হলে প্রার্থনা সমাজ আরো জনপ্রিয় হয়ে ওঠে ।


ই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা 

) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: রাজা রামমোহন রায়

) কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮১৫ সালে

) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: রাজা রামমোহন রায়

) কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়  ?

উত্তর: ১৮২৮ সালে

) ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: কেশবচন্দ্র সেন

) ভারতীয় ব্রাহ্মসমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৬৬ সালে

) সাধারণ  ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: আনন্দ মোহন বোস এবং শিবনাথ শাস্ত্রী

) সাধারণ বন্ধু সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৭৮ সালে

) ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: রাধাকান্ত দেব

১০) ধর্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?

 উত্তর: ১৮২৯ সালে

১১) তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর

১২) তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৩৯ সালে

১৩) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: আত্মার পাভুরঙ্গ

১৪) কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৬৭ সালে

১৫) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে ?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী

১৬) আর্য সমাজ কত কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৭৫ সালে

১৭) থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ম্যাদাম ব্লভাটস্কি ও কর্নেল অলকট

১৮) থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৭৫ সালে

১৯) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: স্বামী বিবেকানন্দ

২০) কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৯৭ সালে

২১) দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: শিবনারায়ণ অগ্নিহোত্রী

২২) দেব সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৭৮ সালে

২৩) ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: জিজি আগারকার

২৪) ডেকান এডুকেশন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৮৪ সালে

২৫) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: উইলিয়াম জোন্স

২৬) এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৭৮৪ সালে

২৭) ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২৮) ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৭৬ সালে

২৯) ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায়

৩০) ডন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯০২ সালে

৩১) অভিনব ভারত সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

৩২) অভিনব ভারত সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯০৪ সালে

৩৩) সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: মহাত্মা গান্ধী

৩৪) সবরমতী আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯১৫ সালে

৩৫) অ্যকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ডিরোজিও

৩৬) অ্যকাডেমিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯২৮ সালে

৩৭) হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করে ?

উত্তর: বালগঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত

৩৮) হোমরুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯১৬ সালে

৩৯) অ্যন্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: শচীন্দ্র প্রসাদ বসু

৪০) অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯০৫ সালে

৪১) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

৪২) স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮১৭ সালে



Mock Test Join Quiz
ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা মক টেস্ট Click Here

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

ফেব্রুয়ারী ১০, ২০২৩

ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা মক টেস্ট

ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা মক টেস্ট

ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা মক টেস্ট
ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা মক টেস্ট


WBPDF

নমস্কার বন্ধুরা :- 

আজকে Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা মক টেস্ট, যেখানে কোন সালে ভারতের বিদ্রোহ হয়েছিল কোন দলের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সমস্ত গুরুত্বপূর্ণ ২৮ টি প্রশ্ন-উত্তর আপনাদের সামনে প্রদান করা হয়েছে, যাতে বিভিন্ন পরীক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। তাই দেরি না করে তাড়াতাড়ি মক টেস্টে অংশ গ্রহণ করুন।যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভারতের কৃষক বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ইত্যাদি।

ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা মক টেস্ট


Wbpdf.in Mock Test
বিষয় ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা
প্রশ্ন সংখ্যা ২৮
প্রশ্ন মান ০১
সময় ৫০ সেকেন্ড/প্রতি প্রশ্ন


AKASH

কুইজে অংশগ্রহণ করতে নিচের বাটনে ক্লিক করুন

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


Mock Test Join Quiz
ভারতীয় ইতিহাস মক টেস্ট পর্ব - ০৪ Click Here

শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ডিসেম্বর ১০, ২০২২

ঐতিহাসিক বই ও লেখক তালিকা | Historical Books and Authors

ঐতিহাসিক বই ও লেখক তালিকা | Historical Books and Authors

ঐতিহাসিক বই ও লেখক তালিকা | Historical Books and Authors
ঐতিহাসিক বই ও লেখক তালিকা


WBPDF

নমস্কার বন্ধুরা :- 

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ঐতিহাসিক বই ও লেখক তালিকা | Historical Books and Authors, যেখানে ঐতিহাসিক বই ও লেখক তালিকা সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, 

এই তালিকার মধ্যে সপ্নবাসবদত্তা, ভাস, রাজতরঙ্গিনি, রামচরিত মানস, কলহন, শুদ্রক, মৃচ্ছকটিক বইগুলির লেখক কে ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।

ঐতিহাসিক বই ও লেখক তালিকা


বই লেখক
অমরকোষ অমর সিংহ
গীতগোবিন্দ জয়দেব
শি-ইউ-কি হিউয়েন সাং
অষ্টাধ্যায়ী পাণিনি
তহকিক-ই-হিন্দ আল বিরুনি
রাজতরঙ্গিনী কলহন
বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ
রামচরিত মানস তুলসী দাস
শ্রীমদভাগবত (বঙ্গানুবাদ) মালাধর বসু
মহাভারত ব্যাসদেব
মেঘদূত কালিদাস
ডিভাইন কমেডি দান্তে
রত্নাবলী হর্ষবর্ধন
কাদম্বরী বাণভট্ট
স্বপ্নবাসবদত্তা ভাস
পবনদূত ধোয়ী
দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্ত
রামায়ণ বাল্মীকি
চৈতন্যমঙ্গল জয়ানন্দ ও লোচন দাস
অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর
পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা
মুদ্রারাক্ষস বিশাখ দত্ত
মহাভাষ্য পতঞ্জলী
অদ্ভুতসাগর বল্লাল সেন
ইন্ডিকা মেগাস্থিনিস
মৃচ্ছকটিক শূদ্রক
তুজুকি বাবর বাবর
অর্থশাস্ত্র কৌটিল্য
ব্রহ্মসিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত
পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির
সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী
প্রিয়দর্শিকা হর্ষবর্ধন
চরক সংহিতা চরক
বৃহৎ সংহিতা বরাহমিহির
সূর্যসিদ্ধান্ত আর্যভট্ট
চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ
প্রাচ্য ও প্রাশ্চাত্য স্বামী বিবেকানন্দ
কীর্ত্তি কৌমুদি সোমেশ্বর
লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ
কথাসরিৎসাগর সোমাদেব
দানসাগর বল্লাল সেন
পদ্মাবতী মালিক মুহম্মদ জায়সী
সুশ্রুত সংহিতা সুশ্রুত
রামচরিত সন্ধ্যাকর নন্দী
তারিখ-ই-ফিরোজশাহী জিয়াউদ্দিন বারানি
হর্ষচরিত বাণভট্ট
পরিব্রাজক স্বামী বিবেকানন্দ
এলাহাবাদ প্রশস্তি হরিষেণ
সফরনামা ইব্রাহিম কায়ুম
অভিজ্ঞানশকুন্তলম কালিদাস


More Pdf Download Link
ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রবর্তক PDF Click Here
Bengali History And Geography General Knowledge Free Pdf Click Here