Breaking









INDIAN RIVER লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
INDIAN RIVER লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

জুলাই ০৬, ২০২৩

ভারতের বিভিন্ন নদনদীর উৎপত্তিস্থল, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী

ভারতের বিভিন্ন নদনদীর উৎপত্তিস্থল, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী

ভারতের বিভিন্ন নদনদীর উৎপত্তিস্থল, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী
ভারতের বিভিন্ন নদনদীর উৎপত্তিস্থল, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী, যেখানে ভারতের নদ নদী প্রশ্ন উত্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে,

 এই তালিকার মধ্যে শতদ্রু কোন নদীর উপনদী অতঃপর সিন্ধু নদের দৈর্ঘ্য কত, দক্ষিণ ভারতের নদনদী, উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদী, গঙ্গার প্রধান উপনদীর নাম কি, গঙ্গা নদীর উৎস কোন হিমবাহ এছাড়া ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি, পেনগঙ্গা কোন নদীর উপনদী, মঞ্জিরা কোন নদীর উপনদী সেই সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য দেওয়া হয়েছে, 

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


ভারতের বিভিন্ন নদনদীর উৎপত্তিস্থল, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী

1. গঙ্গা নদীর উৎস স্থল কোথায় ?

উত্তর. গঙ্গোত্রী হিমবাহ

2.গঙ্গা নদীর কয়েকটি উপনদীর নাম লেখ

উত্তর. যমুনা, পদ্মা, গোমতী ইত্যাদি

3. সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে কোথায় গিয়ে মিশেছে ?

উত্তর. সিন-কা-কাব নামক উষ্ণ প্রসবন থেকে উৎপত্তি লাভ করে  আরব সাগরে গিয়ে মিশেছে

4. সিন্ধু নদীর দৈর্ঘ্য কত ?

উত্তর. প্রায় 2800 কিমি

5.নর্মদা নদীর পতন স্থল কোথায় ?

উত্তর. কাম্বে উপসাগর

6. কৃষ্ণা নদীর কয়েকটি উপনদীর নাম কি ?

উত্তর. তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা ইত্যাদি

7. ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎস লাভ করেছে ?

উত্তর. চেয়াযুংদুং হিমবাহ

8. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ

উত্তর. লুনি (প্রায় 450 কিমি)

9. সুবর্ণরেখা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে ?

উত্তর. ছোটনাগপুর মালভূমি

10. মহানদীর পতন স্থল কোথায় ?

উত্তর. বঙ্গোপসাগর

11. ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে ?

উত্তর. কাবেরী নদী

12. ময়ূরাক্ষী নদীর উৎস পতন স্থল কোথায় ?

উত্তর. ময়ূরাক্ষী নদী সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি লাভ করে ভাগীরথী নদীতে মিশেছে

13. শতদ্রু নদী দৈর্ঘ্য কত ?

উত্তর. প্রায় 1050 কিমি

14. বিপাশা নদী কোন নদীতে গিয়ে মিশেছে ?

উত্তর. শতদ্রু নদী

15. তিস্তা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে ?

উত্তর. রংপুর এর কাছে ব্রহ্মপুত্র নদে

16. সবরমতী নদীর কয়েকটি  উপনদীর নাম লেখ ?

উত্তর. ওয়াকাল, হরনভ, ওয়াতরফ ইত্যাদি

17. যমুনা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?

উত্তর. যমুনোত্রী হিমবাহ

18. জলঢাকা নদী দৈর্ঘ্য কত ?

উত্তর. প্রায় 186 কিমি

19. ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?

উত্তর. গঙ্গা নদী (প্রায় 2525 কিমি দীর্ঘ)

20. তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?

উত্তর. মহাদেব পর্বত

21. কর্ণফুলী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?

উত্তর. মিজোরাম

22. ময়ূরাক্ষী নদীর পতন স্থল কোথায় ?

উত্তর. ভাগীরথী

23. ময়ূরাক্ষী নদী কয়টি কয়েকটি উপনদীর নাম লেখ

উত্তর. ব্রাহ্মণী, দ্বারকা, বক্কেশ্বর, কোপাই ইত্যাদি

24. শতদ্রু নদীর উৎস স্থল পতন স্থল কোথায় ?

উত্তর. উৎসস্থল হল খামারপোত শৃঙ্গ পতন স্থল হল সিন্ধু নদী

25. তুঙ্গভদ্রা নদীর উৎস স্থল পতন স্থল কোথায় ?

উত্তর. উৎস স্থল- পশ্চিমঘাট পর্বত পতনস্থল-কৃষ্ণা নদী

26. বিপাশা নদীটি কত কিলোমিটার দীর্ঘ ?

উত্তর. 460 কিমি

27. যমুনা নদীর উপনদী গুলির নাম লেখ

উত্তর. গিরি, চম্বল, বেতোয়া ইত্যাদি

28. ভিমা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে

উত্তর. এটি পশ্চিমঘাট পর্বতের উৎপত্তি লাভ করেছে

29. মাহি নদীটির দৈর্ঘ্য কত ?

উত্তর. 382 কিমি

30. যমুনা নদী কত কিলোমিটার দীর্ঘ ?

উত্তর. 1300 কিমি দীর্ঘ

31. তিস্তা নদীর পতন স্থল কোথায় ?

উত্তর. কৃষ্ণ নদী

32. তিস্তা নদীর কয়েকটি উপনদীর নাম লেখ ?

উত্তর. রঙ্গিন, রজনী,খেল, কর্না ইত্যাদি

33. ধানসিঁড়ি নদীটির পতন স্থল কোথায় ?

উত্তর. ব্রহ্মপুত্র নদ

34. দামোদর নদীর পতন স্থল কোথায় ?

উত্তর. হুগলি নদী

35. বিতস্তা নদীর পতন স্থল কোথায় ?

উত্তর. চেনাব নদী

36. গোদাবরী নদীর পতন স্থল কোথায় ?

উত্তর. বঙ্গোপসাগর

37. সিন্ধু নদীর কয়েকটি উপনদীর নাম লেখ ?

উত্তর. বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু ইত্যাদি

38. কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায় ?

উত্তর. মহাবালেশ্বর শৃঙ্গ

39. ব্রহ্মপুত্র নদীটি কত কিলোমিটার দীর্ঘ এবং এর কয়েকটি উপনদীর নাম লেখ ?

উত্তর. এই নদীটি প্রায় 2700 কিমি দীর্ঘ কয়েকটি উপনদী হলো তিস্তা,তোর্সা

40. বৈতরণী নদীটি কোথায় উৎপত্তি লাভ করেছে ?

উত্তর. ছোটনাগপুর মালভূমি

41. মহানদীর পতন স্থল কোথায় ?

উত্তর. বঙ্গোপসাগর

42. গোদাবরী নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?

উত্তর. তিম্বক পর্বত

43. নর্মদা নদীটি কত কিলোমিটার দীর্ঘ ?

উত্তর. প্রায় 1300 কিমি

44.ভাইগাই নদীটি কোথায় গিয়ে পতিত হয়েছে ?

উত্তর. পক প্রণালী

45. তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায় ?

উত্তর. মহাদেব পর্বত


File Name: ভারতের বিভিন্ন নদনদীর উৎপত্তিস্থল, পতন স্থল, দৈর্ঘ্য ও উপনদী

File Size: 361Kb

File Formate: Pdf

File Page: 2

Download Pdf: Click To Download



More Pdf Download Link
বিভিন্ন সমুদ্রস্রোতের স্থান ও উৎপত্তি PDF Click Here
বিভিন্ন নদীর সংযোগস্থল PDF Click Here