Breaking









MCQ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
MCQ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ফেব্রুয়ারী ১০, ২০২২

বিজ্ঞান MCQ পর্ব - ০১ PDF

বিজ্ঞান MCQ পর্ব - ০১ 

বিজ্ঞান MCQ পর্ব - ০১ PDF
বিজ্ঞান MCQ পর্ব - ০১ 

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিজ্ঞান MCQ পর্ব - ০১ PDFযেখানে বিজ্ঞান বিভাগের মোট ৪০ টি প্রশ্ন ও উত্তর MCQ আকারে প্রদান করা হয়েছে, RRB, NTPC, SSC, WBCS, WBSC, UPSC প্রভৃতি পরীক্ষায় আসা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সামনে MCQ আকারে তুলে ধরা হচ্ছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে, যাতে আপনারা চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেনতাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


বিজ্ঞান MCQ পর্ব - ০১


০১) ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায় ?

  ক) একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ

  খ) একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ

  ) a b উভয়

  ঘ) কোনোটিই নয়

 

০২) মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায় ?

  ক) কিউলেক্স মশা

  ) ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই

  গ) সাইমেক্স ছারপোকা

  ঘ) এডিস মশা 

 

০৩) কোন উষ্ণতায়, 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে ?

  ক) 0⁰

  খ) 100⁰

  ) 4⁰

  ঘ) 10⁰

 

০৪) নিম্নোক্ত কোনটি বহুরূপীর প্রজাতি ?

  ) গিরগিটি

  খ) মাকড়সা

  গ) গরিলা

  ঘ) পিপীলিকা

 

০৫) পিডাংকেল কি ?

  ) ফুলের বৃন্ত

  খ) পাতার বৃন্ত

  গ) পুংকেশর

  ঘ) পুংদন্ড

 

০৬) দুধ হল একপ্রকার দ্রবন যাকে বলে হয় -

  ক) জেল

  খ) ফেনা

  ) ইমালশন

  ঘ) সল

 

০৭) মানুষের বংশগতি গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে -

  ক) XX ক্রোমোজোম

  ) XY ক্রোমোজোম

  গ) X  ক্রোমোজোম

  ঘ) Y ক্রোমোজোম

 

০৮) কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠানো হবে তার ওজন -

  ক) বাড়বে

  খ) একই থাকবে

  ) কমবে

  ঘ) হ্রাস বৃদ্ধি হবে

 

০৯) পারদ এর বিশেষ কোন গুনের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয় ?

  ক) ঘনত্ব বেশি

  খ) তড়িৎ সুপরিবাহী

  গ) সহজলভ্য

  ) তাপের সুপরিবাহী

 

১০) ভিরিয়ন হল -

  ) ভাইরাসের সংক্রমণ কনা

  খ) ব্যাকটেরিওফাজ এর সংক্রমণ কনা

  গ) ভাইরাসের সংক্রমণ দশা

  ঘ) কোনোটিই নয়

 

১১) রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন হলো -

  ক) কার্বোহাইড্রেট

  খ) প্রোটিন

  ) ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো পলিমার

  ঘ) ল্যাকটিক অ্যাসিড 

 

১২) হোয়াইট ভিট্রিয়ল হলো -

  ক) FeSO4 - 7H2O

  )ZnSO4 - 7H2O

  গ) MgSO4 - 7H2O

  ঘ) CuSO4 - 5H2O

 

১৩) সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো -

  ক) টোবাকো মোজাইক ভাইরাস

  খ) অ্যাডোনা ভাইরাস

  ) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস

  ঘ) উপরের কোনোটিই নয়

 

১৪) নিউট্রন এর আবিষ্কর্তা হলেন -

  ক) জে জে থমসন

  খ) রাদারফোর্ড

  গ) নীলস বোর

  ) জে. স্যাদউইক

 

১৫) প্রকৃতিতে গ্রীন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয় ?

  ) কার্বন ডাই অক্সাইড

  খ) কার্বন মনোক্সাইড

  গ) সালফার ডাই অক্সাইড

  ঘ) হাইড্রোজেন ফ্লোরাইড

 

১৬) কোনো ধাতব তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?

  ক) পজিট্রন

  খ) ফোটন

  ) ইলেকট্রন

  ঘ) নিউট্রন

 

১৭) নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয় ?

  ক) ডাউন সিনড্রোম

  ) আলজাইমার ব্যাধি

  গ) বর্ণান্ধতা

  ঘ) হিমোফিলিয়া

 

১৮) সিনেমা হলের পর্দা সাদা অমসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোকরশ্মি কে পর্দা -

  ক) সম্পূর্ণ শোষণ করে

  খ) সম্পূর্ণ প্রতিফলিত করে

  গ) প্রসারিত করে

  ) বিক্ষিপ্ত প্রতিফলন করে

 

১৯) প্রকৃতিতে সব খাদ্য শৃংখল এর গড়াই উৎপাদক ধরনের এবং অন্তিমে বিয়োযোগ জাতীয় জীবন থাকে একটি পুষ্করিণীর মত ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্থলাভিষিক্ত ?

  ) ভাসমান উদ্ভিদ শৈবাল/ফাইটোপ্লাংকটন

  খ) ভাসমান প্ল্যাংকটন প্রাণী বৃন্দ/জুপ্লাংকটন

  গ) নিরামিষভোজী প্রাণী বৃন্দ/হার্বিভোর

  ঘ) আমিষভোজি প্রাণী বৃন্দ/কর্নিভোর

 

২০) সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত ?

  ক) ০

  ) -.৫০

  গ) -১

  ঘ) ২

 

২১) উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায় ?

  ক) তামা

  খ) লোহা

  ) সিলিকন

  ঘ) পারদ

 

২২) একজন প্রাপ্তবয়স্কের হৃদপিন্ড প্রতি ঘন্টায় যে পরিমান রক্ত পাম্প করে তা প্রায় -

  ক)  ১৫০ লিটার

  খ) ২০০ লিটার

  গ) ২৫০ লিটার

  ) ৩০০ লিটার

 

২৩) ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে ?

  ক) DNA

  খ) RNA

  গ) DNA ও RNA

  ) কোনোটিই নয়


২৪) পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ওজন ১০ কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে ?

  ) কেজি

  খ) ২.৫ কেজি

  গ) ৫ কেজি

  ঘ) অসীম

 

২৫) রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?

  ক) ব্যারোমিটার

  ) স্পিগমোম্যানোমিটার

  গ) টেনোমিটার

  ঘ) কোনোটিই নয়

 

২৬) একটি 200V - 100W বালবের রোধ -

  ) ৪০০ ওহম

  খ) ২০০ ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র তখনই ৪০০ ওহম

  গ) ৪০০ ওহম যখন বাল্ব জ্বলছে না

  ঘ) কোনোটিই নয়

 

২৭) কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?

  ক) ভিটামিন এ

  খ) ভিটামিন ডি

  গ) ফলিক অ্যাসিড

  ) ভিটামিন কে

 

২৮) মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার সৃষ্টিকারী জীবাণুর নাম কি ?

  ক) প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স

  ) প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম

  গ) প্লাজমোডিয়াম ম্যালারি

  ঘ) টোবাকো মোজাইক ভাইরাস

 

২৯) আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার পান ?

  ক) আলোর তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ

  ) বিশেষ আপেক্ষিকতাবাদ

  গ) সাধারণ আপেক্ষিকতাবাদ

  ঘ) ব্রাউনীয় গতির ব্যাখ্যা

 

৩০) কোন DNA তে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে ?

  ) ইউরাসিল

  খ) অ্যাডিনাইন

  গ) থাইমিন

  ঘ) সাইটোসিন

 

৩১) সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে

  ক) ম্যালিক অ্যাসিড

  খ) ফরমিক অ্যাসিড

  )  আইসো সাইট্রিক অ্যাসিড

  ঘ)  টারটারিক অ্যাসিড

 

৩২) মস্তিষ্কের অপটিক্যাল অংশ কে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধ জেগে ওঠে তার নাম কি ?

  ক) দৃষ্টি

  খ) গতি

  গ) স্বাদ

  ) স্পর্শ

 

৩৩) নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ?

  ক) বেতার তরঙ্গ

  খ) এক্স রশ্মি

  ) শব্দ তরঙ্গ

  ঘ) দৃশ্য আলোক

 

৩৪) যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল -

  ) শ্বসন

  খ) সালোকসংশ্লেষ

  গ) প্রোটিন

  ঘ) হিস্টামিন

 

৩৫) গ্রীন হাউজ গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে ?

  ক) অতিবেগুনি রশ্মি

  খ) সৌর বিকিরণ

  গ) ইনফ্রায়েড বিকিরণ

  ) উপরের সবকটি

 

৩৬) নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ ?

  ক) গুলঞ্চ

  খ) নয়ন তারা

  গ) বাসক

  ) কলসপত্রী

 

৩৭) বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ?

  ক) অ্যানিমোমিটার

  ) ব্যারোমিটার

  গ) অডিওমিটার

  ঘ) অ্যাক্সিলারোমিটার

 

৩৮) ডাক্তারি থার্মোমিটার হলো -

  ) ফারেনহাইট থার্মোমিটার

  খ) সেলসিয়াস থার্মোমিটার

  গ) রোধ থার্মোমিটার

  ঘ) অ্যালকোহল থার্মোমিটার

 

৩৯) জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

  ক) পেট্রলজি

  খ) প্যালিওন্টোলজি

  ) আর্কিওলজি

  ঘ) ডায়ালজি


৪০) মানুষের খুলি কটা হাড় দিয়ে তৈরি ?

  ) ২২

  খ) ২৬

  গ) ১৪

  ঘ) ১৫


File Name: বিজ্ঞান MCQ পর্ব - ০১ 

File Size: 1.4 Mb

File Formate: Pdf

No Of Pages: 6

Download Pdf: Click To Download


More Pdf Download Link
আলোর প্রতিফলন PDF Click Here
বিভিন্ন ধরনের লিভার তালিকা PDF Click Here