Breaking









WBSSC লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
WBSSC লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

ফেব্রুয়ারী ১৬, ২০২৩

SLST PT 2023 Static Gk Episode - 03

SLST PT 2023 Static Gk Episode - 03

SLST PT 2023 Static Gk Episode - 03
SLST PT 2023 Static Gk Episode - 03


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SLST PT 2023 Static Gk Episode - 03, যেখানে স্টাফ সিলেকশন কমিশন রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC SLST এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।


গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর. গদর শব্দটি আরবি শব্দ যার অর্থ হলো বিপ্লব বা বিদ্রোহ। বিশ শতকে প্রথম দিকে অর্থাৎ ১৯১৩ সালের ১৫ ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ভারতের পাঞ্জাবীদের দ্বারা লালা হারদয়াল গদর দল প্রতিষ্ঠা করেন।


এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর. হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। তিনি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের অনেক কবি ও পন্ডিত ছিলেন তাদের মধ্যে হরিষেন অন্যতম ।


স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর. চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল এছাড়া লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল।


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


SLST PT 2023 Static Gk Episode - 03

) টি-টোয়েন্টি ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় ১০০০০ রান করেছেন ?

উত্তর: রোহিত শর্মা

) অস্ট্রেলিয়ায় কোন শহরে 2022 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে ?

উত্তর: ভিক্টোরিয়া

) কোনটি 'সবুজ সোনা' নামে পরিচিত ?

উত্তর: চা

) ২০২২ সালে সত্যজিৎ রায়ের কততম  জন্মবার্ষিকী  উদযাপন করা হলো ?

উত্তর: ১০১

) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর: হরিষেণ

) বর্তমানে ভারতের চিফ অফ্ আর্মি স্টাফ কে ?

উত্তর: জেনারেল মনোজ পান্ডে

) কে ১৮৭৮ সালে 'দেশীয় মুদ্রাযন্ত্র আইন' বাতিল করেন ?

উত্তর: লড রিপন

) নবজীবন পত্রিকার সম্পাদনা কে করে ?

উত্তর: গান্ধীজি

) 'দি কাশ্মীর ফাইল' ছবিটির পরিচালক কে ?

উত্তর: বিবেক অগ্নিহোত্রী

১০) নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে ?

উত্তর: বিচার বিভাগ

১১) হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বত শ্রেণী নিয়ে গঠিত এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম ?

উত্তর: হিমাদ্রি পর্বতশ্রেণী

১২) 'রেডক্লিফ লাইন' যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে তা হল ?

উত্তর: ভারত ও পাকিস্তান

১৩) অশোকের লেক মালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি ?

উত্তর: অ্যান্টিয়োকাস ১১ থিওস

১৪) পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থবিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় -

উত্তর: পার্লামেন্টে যে কোন কক্ষে

১৫) রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নতুন নাম কি ?

উত্তর: অমৃত উদ্যান

১৬) কোন স্থান থেকে প্রাচীন হোমোস্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে  ?

উত্তর: নর্মদা উপত্যকায়

১৭) "LPG" তে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে ?

উত্তর: বিউটেন

১৮) তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে ?

উত্তর: তরাই

১৯) কে কোথায় 'গদর পার্টি' প্রতিষ্ঠা করেন ?

উত্তর: লাল হরদয়াল, আমেরিকা

২০) লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর: মনিপুর

২১) ২০২২ সালে সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন ?

উত্তর: পি ভি সিন্ধু

২২) কোন সুলতান ইফতাপ্রথা, সৈন্যপ্রথা, মুদ্রাব্যবহার সহ দিল্লি সুলতানত্ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন ?

উত্তর: শামসুদ্দিন ইলতুৎমিস

২৩) গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় কত সালে ?

উত্তর: ১৯৮৯

২৪) 'সমুদ্র ঘোড়া' কোন জাতীয় প্রাণী ?

উত্তর: মাছ

২৫) বিখ্যাত 'নিগর্মন তত্ত্বটি' সামনে এনেছিলেন কে ?

উত্তর: দাদাভাই নৌরাজি

২৬) ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯৩৫ সালে

২৭) ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি কেন্দ্রিকও নয় কিন্তু এটা হল উভয়ের সমন্বয় -কথাটি কে বলেছিলেন ?

উত্তর: ডি ডি বসু

২৮) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর: চক্রবর্তী রাজা গোপালাচার

২৯) রাজ্যসভায় কোরামের জন্য অন্যতম কত জনের উপস্থিতি প্রয়োজন ?

উত্তর: ২৫ জনের

৩০) আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জ কে বিচ্ছিন্ন করেছে কোন লাইন ?

উত্তর: ১০ ডিগ্রি চ্যানেল

৩১) কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ?

উত্তর: রাজেন্দ্র প্রসাদ

৩২) রেফ্রিজারেটর- কোনটি থাকে ?

উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন কার্বন

৩৩) কোন মুঘল রাজপুত্র 'আবুল ফজল' কে হত্যা করেন ?

উত্তর: সেলিম

৩৪) কোন প্রাণীটি 'উষ্ণশোনিত'  শ্রেণীভুক্ত নয় ?

উত্তর: ব্যাঙ

৩৫) চাঁদ বিবি দক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন ?

উত্তর: আহমেদনগর

৩৬) দিল্লি সুলতান বংশ গুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রমটি টি লিখুন ?

উত্তর: ইলবারি তুর্কি, খিলজী, তুঘলক, লোদি

৩৭) রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে ?

উত্তর: রাজ্যপাল

৩৮) পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৯৩২ সালে

৩৯) "Ornithology" হল -

উত্তর: পক্ষী বিষয়ক বিজ্ঞান

৪০) ভারতের রাষ্ট্রপতি-

উত্তর: পার্লামেন্টের  উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচকমন্ডলীর দ্বারা নির্বাচিত হন


More Pdf Download Link
WBSSC SLST PT 2023 Mock Test Episode - 02 Click Here

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

ফেব্রুয়ারী ১৫, ২০২৩

WBSSC Group C Question Paper 2017

WBSSC Group C Question Paper 2017

WBSSC Group C Question Paper 2017
WBSSC Group C Question Paper 2017


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WBSSC Group C Question Paper 2017 , যেখানে WBSSC Group C  Exam 2017 এর সমস্ত কোশ্চেন পেপার PDF আকারে দেওয়া হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো WBSSC প্রিপারেশন নেওয়া স্টুডেন্টদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


WBSSC Group C Question Paper 2017

File Name: WBSSC Group C Question Paper 2017

File Size: 1.20 Mb

File Formate: Pdf

Download Pdf: Click To Download


Mock Test Join Quiz
WBSSC SLST PT 2023 Mock Test Episode - 02 Click Here

সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

জানুয়ারী ২৩, ২০২৩

SSC MTS 1st shift GK Answer Key 2020

SSC MTS 1st shift GK Answer Key 2020

SSC MTS 1st shift GK Answer Key 2020
SSC MTS 1st shift GK Answer Key 2020


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SSC MTS 1st shift GK Answer Key 2020, যেখানে স্টাফ সিলেকশন কমিশন ২০২০ সালে আসা প্রথম বিভাগের জেনারেল নলেজের উত্তরপত্র আপনাদের সামনে বাংলা ভাষায় পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো স্টাফ সিলেকশন কমিশন এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


SSC MTS 1st shift GK Answer Key 2020

০১) কে একজন পেশাদার ফুটবলার ?

উত্তর. সাদিও মানে

০২) ১৮৫৯ সালে কলকাতার প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

উত্তর. রিষড়া

০৩) সূর্যের আলো কয়টি রং নিয়ে গঠিত ?

উত্তর. ৭

০৪) নিচের কোনটি তুষারপুষ্ট নদী ?

উত্তর. যমুনা

০৫) নিম্নের কোনটি প্রাকৃতিক অ্যাসিড বেস নির্দেশক নয় ?

উত্তর. থাইম পাতা

০৬) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক ২০২১ - ২২ ভারতের স্থান কত ?

উত্তর. ১৩২

০৭) কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত ?

উত্তর. গুয়াহাটি

০৮) ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে কোন বিবৃতিটি ভুল ?

উত্তর. ১৯২৯ সালে, হিলটন ইয়াং কমিশন ভারতীয় রিজার্ভ ব্যাংক নামে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেছিল

০৯) কোন ব্যক্তি স্বদেশী আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত মাতার ছবি আঁকেন এবং তাকে একজন তপস্বী ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত করেন ?

উত্তর. অবনীন্দ্রনাথ ঠাকুর

১০) পিতামাতাদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ এবং সিনিয়র সিটিজেনদের বিল ২০০৭ দ্বারা নির্ধারিত, পিতামাতার জন্য সন্তানদের দ্বারা প্রদেয় কত টাকা মাসিক রক্ষণাবেক্ষণ এর পরিমাণ পিতা-মাতা এবং প্রবীন নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ (সংশোধন) বিল , ২০১৯ দ্বারা সরানো হয়েছে ?

উত্তর. ১০,০০০

১১) পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ চলমান নিম্নোক্ত কোন কারণে হুমকির মুখে ?

উত্তর. ডলোমাইট খনি

১২) কোম্পানি আইন 2013 অনুযায়ী, একটি কোম্পানির দ্বারা ঘোষিত লভ্যাংশ কিন্তু ঘোষণার তারিখ থেকে কত দিনের মধ্যে পরিশোধ করা বা দাবি করা না হলে তা আনপেন্ট ডিভিডেন্ট একাউন্টে স্থানান্তর করা হবে ?

উত্তর. ৩০

১৩) নিম্নলিখিত ধারণা গুলির মধ্যে কোনটি বোঝাই যে টেকসই উন্নয়নের অগ্রগতির ধারণাগুলির প্রতি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত এবং সুস্থতার অর্থনৈতিক দিকগুলিকে সমান গুরুত্ব দেওয়া উচিত ?

উত্তর. মোট জাতীয় সুখ

১৪) রাজেন্দ্র প্রসাদ এর লেখা বই এর নাম কি ?

উত্তর. India Dividend

১৫) অরুণাচল প্রদেশের গালো উপজাতির কোন উৎসব প্রতিবছর এপ্রিল মাসে পালিত হয় ?

উত্তর. মপিন

১৬) কোন রোগ দূষিত জল খাওয়ার ফলে হয় না ?

উত্তর. জলাতঙ্ক

১৭) ১৮৭৮ সালে ব্রিটিশ ভারতে কোন আইনটি প্রণীত হয়েছিল ?

উত্তর. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

১৮) প্রথম ভারতীয় কোন ক্রিকেটার যিনি টেস্ট ওপেনার হিসাবে তার প্রথম উপস্থিতিতে জোড়া সেঞ্চুরি করেছেন ?

উত্তর. রোহিত শর্মা

১৯) জিংক + সালফিউরিক অ্যাসিডজিংক সালফেট + ?

উত্তর. হাইড্রোজেন

২০) ১৮১৭ সালে লেখা স্কটিশ অর্থনীতিবিদ জেমস মিলের লেখা বই এর নাম কি ?

উত্তর. The History of British in India

২১) নবাবের ভুল শাসন এর অজুহাতে কোন রাজ্যকে ব্রিটিশরা অভিভুক্ত করেছিল ?

উত্তর. অবধ

২২) হাফিজ কোন শতাব্দীর কবি যার কবিতার সংকলন দি ওয়ান বা দি ওয়ান হাফিজ নামে পরিচিত ?

উত্তর. ১৪ তম

২৩) নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল ?

উত্তর. সীসা এবং পারদ  তাপের সর্বোত্তম পরিবাহী

২৪) কুর্গের কোডভা সম্প্রদায় কোন উৎসবের সময় অস্ত্রের পূজা করে ?

উত্তর. কাইলপধু

২৫) থ্যালোনিমিক্স কোন সালের অর্থনৈতিক সমীক্ষায় প্রবর্তিত হয়েছিল ?

উত্তর. ২০১৯ - ২০



More Pdf Download Link
SSC MTS 2019 1st shift জেনারেল নলেজ উত্তরপত্র PDF Click Here

শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

জানুয়ারী ০৭, ২০২৩

SLST PT 2023 GK Part - 02 | WBSSC SLST PT 2023

SLST PT 2023 GK Part - 02 | WBSSC SLST PT 2023

SLST PT 2023 GK Part - 02 | WBSSC SLST PT 2023
SLST PT 2023 GK Part - 02 | WBSSC SLST PT 2023


WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে SLST PT 2023 GK Part - 02 | WBSSC SLST PT 2023, যেখানে স্টাফ সিলেকশন কমিশন রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যেগুলি পরবর্তী যেকোনো SSC SLST এর প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই তালিকার মধ্যে নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়,বিশ্ব পোলিও দিবস কোন দিন পালন করা হয়, বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয়,URL এর পুরো নাম কি, ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

SLST PT 2023 GK Part - 02 | WBSSC SLST PT 2023

০১) বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর. ১ লা ডিসেম্বর

০২) ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল ?

উত্তর. ১৭৭০ সালে

০৩) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর. ওয়াশিংটন ডিসি

০৪) বিশ্ব পোলিও দিবস কোন দিন পালন করা হয় ?

উত্তর. ২৪ অক্টোবর

০৫) খাদি গ্রামীণ শিল্প কমিশনের CEO হিসাবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর. ভিনীত কুমার

০৬) INSAT 1B কত সালে লঞ্চ হয়েছিল ?

উত্তর. ১৯৮৩ সালে

০৭) গদর দলের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. লালা হরদয়াল

০৮) কোন বস্তুর গতিশক্তি 120 J এবং ভর 15 kg, তাহলে বস্তুটির বেগ কত ?

উত্তর.  4 মিটার/সেকেন্ড

০৯) UNO এর মোট সদস্য দেশ কত ?

উত্তর. ১৯৩ টি

১০) Institute of Cost Accounting of India - এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ?

উত্তর. বিজেন্দর শর্মা

১১) দুই প্রকার পিতলে তামা দস্তার অনুপাত যথাক্রমে : 3 15 : 7 এই দুই প্রকায় পিতল 9 : 3 অনুপাতে মেশালে যে নতুন শিতল পাওয়া যাবে তাতে তামা দস্তার অনুপাত কত ?

উত্তর. 28 : 20  

১২) নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয় ?

উত্তর. নরওয়ে

১৩) ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর. হকি

১৪) সম্প্রতি এক ওভারে সাতটি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড করলেন কে ?

উত্তর. ঋতুরাজ গায়েকোয়ার্ড

১৫) মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত ?

উত্তর. সাগর মাথা 

১৬) বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয় ?

উত্তর. অক্সিন

১৭) ভারতের RBI  SBI এর চেকবুক কোন সংস্থা ছাপে ?

উত্তর. সিকিউরিটি প্রেস, নাসিক

১৮) অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনাল এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে ?

উত্তর. টি জি সীতারাম

১৯) URL এর পুরো নাম কি ?

উত্তর. Uniform Resource Locator

২০) জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?

উত্তর. শ্রীনগর ও লে

২১) টেরারোজা কি ?

উত্তর. মাটি

২২) যুগান্তর দল গঠিত হয় কত সালে ?

উত্তর. ১৯০৬ সালে

২৩) কাকে সম্প্রতি মর্যাদাপূর্ণ  ডক্টর আব্দুল কালাম সেবা পুরস্কারে ভূষিত করা হয়েছে ?

উত্তর. রবি কুমার সাগর

২৪) নীতি আয়োগ কবে চালু হয়েছিল ?

উত্তর.১লা জানুয়ারি ২০১৫

২৫) একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার একটি কোণ 60 ডিগ্রি হলে, রম্বসটির ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য় কত ?

উত্তর. 10 সেন্টিমিটার

২৬) রবি কবীর যথাক্রমে ঘন্টায় 4 কিলোমিটার 6 কিলোমিটার বেগে বিপরীত দিকে হাঁটা শুরু করল 2 1/2 ঘণ্টা পরে তারা পরস্পরের থেকে কত দূরে অবস্থান করবে ?

উত্তর. 25 কিলোমিটার

২৭) 10 জন পুরুষ একটি কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয় সেখানে ওই কাজটি 10 দিনে সম্পূর্ণ করতে 12 জন মহিলার প্রয়োজন হয়, যদি একটি কাজের জন্য 15 জন পুরুষ 6 জন মহিলা নিযুক্ত করা হয়, কাজটি শেষ হতে কত দিন সময় লাগবে ?

উত্তর. 5

২৮) তিনটি সংখার অনুপাত 5 : 7 : 12 আর প্রথম তৃতীয় সংখ্যার যােগফল দ্বিতীয় সংখ্যায় থেকে 50 বেশি সংখ্যা তিনটির যোগফল কত ?

উত্তর. 120

২৯) ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন হয় কত সালে ?

উত্তর. ১৯৭২

৩০) DIOS এর ফুল ফর্ম কি ?

উত্তর. ৯ই মে , ২০২৫


More Pdf Download Link
SLST PT 2023 GK Part - 02 Click Here